বেগমগঞ্জে রূপালী ব্রিক ফিল্ড বন্ধের দাবী

মোঃ বদিউজ্জামান তুহিন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়নের ০৬নং ওয়ার্ডে মধ্য রফিকপুর গ্রামের রূপালী ব্রিক ফিল্ড পরিবেশের মারাত্মক হুমকির সৃষ্টি করেছে। এর প্রতিবাদে এলাকাবাসী ফুঁসে উঠেছ।

ব্রিক ফিল্ডের চারপাশে শত শত পরিবার বসবাস করছে। ব্রিক ফিল্ডের পরিবেশ দূষন সহ জলবায়ুর ব্যাপক ক্ষতি সাধন করে আসছ। তাছাড়া দূষিত বায়ুর ফলে, বসত ঘরে থাকা অনুপযোগী হয়ে পড়েছে।

জানাযায় ব্রিক ফিল্ডের পরিচালক নুরুল হোসেন সেলিম প্রভাব খাঁটিয়ে দীর্ঘ ১০ বৎসর থেকে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে।

হিন্দু সম্প্রদায়ে শ্মশান খলা দখল করে ব্রিক ফিল্ডের মাটি দিয়ে পাহাড় সমান মাটির স্তুপ করে, গত ৩/৪ দিন আগে ওই এলাকা দিপক (৪০) নামে এক হিন্দু মারা গেলে মজিবর নামে মুসলমান সম্প্রদায়ের এক লোকের সহযোগিতা তাকে ঐ জায়গা মাটি কেটে তাকে দাহ করা হয়।

ব্রিক ফিল্ডের বিটুমিন পুড়িয়ে বিভিন্ন স্থানে রাস্তার কাজ করিয়ে আসছে। তাছাড়া বিবাদী জনৈক ব্যক্তি নুরুল হোসেন সেলিম ব্রিক ফিল্ডের ফিজ পোড়ানোর জন্য জ্বালানী হিসাবে জুট কাপড় পুরাতন টায়ার ও পলিথিন সহ প্রভৃতি ব্যবহার করে আসছে। যার দূষিত বায়ুর ফলে ওই এলাকায় ব্যাপক হারে ডায়রিয়া, আমাশয় দেখা দিয়াছে। বর্তমানে সরকারী হাসপাতালে ১০জন অসুস্থ হয়ে চিকিৎসাধীনে আছে, সরকারী রাস্তার উপর ২টি ধমকল বসিয়ে জনচলাচলে বিঘœ ঘটাচ্ছে।

এ ব্যাপারে সচেতন এলাকাবাসীর পক্ষে ভূক্তভোগী ইব্রাহিম খলিল বাদী হয়ে জেলা প্রশাসক, ইউএনও, পুলিশ সুপার, উপজেলা পরিষদ, উপ-পরিচালক, পরিবেশ অধিদপ্তর কাছে লিখিত অভিযোগ দিয়েছে, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশ অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছে। ব্রিক ফিল্ডটি উচ্ছেদের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করার আল্টিমেটাম দিয়েছে।