বেগমগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টায় আদালতে মামলা

বদিউজ্জামান তুহিন, নোয়াখালী থেকে ঃ বেগমগঞ্জের খালিশপুরে প্রবাসীর স্ত্রী ৩ সন্তানের জননীকে (৩৫) জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা গ্রহণ না করায় নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ নির্যাতিতা (৩৫) নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছে। নির্যাতিতা (৩৫) ৩ সন্তানের জননী জানায়, তার স্বামী খোরশেদ আলম প্রবাসের ওমানে চাকুরী করে। এ সুযোগ নিয়ে একই বাড়ির (খালিশপুর মকরম আলীর বাড়ি) আবদুল হাসেমের ছেলে মাসুদ রানা (৩৫) প্রায় তাকে দেখলে অশ্লীল ইঙ্গিত করত এবং দৈহিক মিলনের প্রস্তাব দিত। এতে সে রাজি না হওয়ায় রবিবার রাত্রে কোন এক সময় মাসুদ রানা তার ঘরে ডুকে লুকিয়ে থাকে। রাত্রে খাওয়া দাওয়ার পর বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়লে গভীর রাতে সে তার কক্ষে প্রবেশ করে মুখ চেপে ধরে। তার শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে স্পর্শ করে এবং জোরপূর্বক তার পরনের শাড়ী খুলে ফেলে ধর্ষণের চেষ্টা করে। ঝাপটা ঝাপটির এক পর্যায়ে সে চিৎকার করে উঠলে বাড়ির লোকজন ছুটে আসে। এ সময় মাসুদ রানা দৌড়ে পালিয়ে যায়। ঝাপটা ঝাপটির পর নির্যাতিতা আহত হয়ে পড়ায় সে বেগমগঞ্জ সরকারী হাসপাতালে চিকিৎসা শেষে সোমবার বেগমগঞ্জ থানায় এজাহার দিতে গেলে কর্তব্যরত পুলিশ অফিসার এজাহার গ্রহণ না করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেন। তাই সে মঙ্গলবার নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন-১ এর বিচারক (জেলা জজ) জয়নাল আবেদীন এর ট্রাইব্যুনালে মামলা দায়ের করলে আদালত তা আমলে নিয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে তদন্ত করে রিপোর্ট দেয়ার আদেশ দেন।