বুয়েটের সঙ্গে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির চুক্তি

শিক্ষা, গবেষণা, পাবলিকেশন, অ্যাকাডেমিক তথ্য বিনিময়সহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

রোববার বিকালে বুয়েটের কাউন্সিল ভবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পক্ষে উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন, আইইউটির উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আশরাফুল হক, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (আরআইএসই) পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে শিক্ষা, গবেষণা, পাবলিকেশন, অ্যাকাডেমিক তথ্য বিনিময়, শিক্ষক-কর্মকর্তা ও গবেষক বিনিময়, যৌথভাবে গবেষণা কর্মকাণ্ড পরিচালনাসহ পারস্পরিক সহযোগিতা পাবে দুই বিশ্ববিদ্যালয়।

এছাড়া স্বাস্থ্যবিধি মেনে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দুই বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের পরিচালকরা উপস্থিত ছিলেন।