‘বুলেটপ্রুফ’ গাড়িতে চড়েন রমিজ রাজা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের হাত ধরে পিসিবির সিংহাসনে বসেছিলেন রমিজ রাজা। ইমরান গদি হারানোর পর শঙ্কা জেগেছিল রমিজের পদে থাকা নিয়েও। তবে পিসিবির চেয়ারম্যান হিসেবে রমিজকেই নাকি পছন্দ পাকিস্তানের বর্তমান সরকারের।

সম্প্রতি পাকিস্তানের সংসদের ক্রীড়া বিষয়ক স্ট্যান্ডিং কমিটি রমিজকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে।

এমনটি জানিয়েছেন রমিজ নিজেই। সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়, বোর্ডের চেয়ারম্যান হিসাবে কী কী সুবিধা নেন তিনি। জবাবে রামিজ জানান, সুরক্ষার জন্য ‘বুলেটপ্রুফ’ গাড়ি ব্যবহার করেন তিনি। তাছাড়া চেয়ারম্যান হিসাবে যাতায়াত ও অন্য যে সব ভাতা তাঁর পাওয়ার কথা সেগুলি তিনি নেন। বাড়তি কোনো সুবিধা তিনি নেন না।
কমিটির সদস্যরা রমিজকে প্রশ্ন করেন, বোর্ডের বার্ষিক খরচের হিসাব কেন তিনি জমা দেননি। জবাব রামিজ জানান, তাঁদের (পিসিবি) কাছে সব তথ্য রয়েছে। সরকার চাইলে তিনি সেই হিসাব জমা দেবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর থেকে দলের সাফল্য নিয়ে রামিজকে প্রশ্ন করা হয়। তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা জানা হয়। রমিজের জবাবে স্ট্যান্ডিং কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন বলে খবর। তার সময়ে পাকিস্তান ক্রিকেট দল ভালো খেলার জন্য তার প্রশংসাও করেছেন অনেকে।