গাপটিলকে ফেরালেন ওকস,নিউজিল্যান্ডের প্রথম উইকেটের পতন

এই আমার দেশ ডেস্ক: বিশ্বকাপটা একেবারেই ভালো হলো না নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিলের। পুরো টুর্নামেন্টেই নিজের ছায়া হয়ে থাকা গাপটিল ফাইনালেও জ্বলে উঠতে পারলেন না। ম্যাচের সপ্তম ওভারে ক্রিস ওকসের বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরার আগে ১৯ রান করেন।
নিউজিল্যান্ডের লোকসান শুধু ওপেনারকে হারানোই নয়, হারিয়েছে ইনিংসের রিভিউটিও। এরআগে নিকোলস রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন। তবে গাপটিলের রিভিউতে দেখা যায়, কুমার ধর্মসেনা সঠিক সিদ্ধান্তই দিয়েছেন।

রিভিউ নিয়ে বাঁচলেন নিকোলস

শুরু থেকেই নিউজিল্যান্ডের দুই ওপেনারকে চাপে রেখেছেন ইংলিশ পেসার ক্রিস ওকস এবং জোফরে আর্চার। ম্যাচের তৃতীয় ওভারে আম্পায়ারকে আঙুল তুলতে বাধ্য করেন ওকস। হেনরি নিকোলসের লেগ বিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার কুমার ধর্মসেনা।

তবে অপর প্রন্তে থাকা মার্টিন গাপটিলের সঙ্গে পরামর্শ করে রিভিউ নেন নিকোলস। টিভি রিপ্লেতে দেখা যায়, বল স্ট্যাম্প লাইনে পিচ করলেও মিডল স্ট্যাম্পের উপর দিয়ে চলে যাচ্ছিলো।