বিরামপুরে মেয়াদ উর্ত্তীণ ওষুধ বিক্রির দায়ে এক ফার্মেসির ৩০০০ টাকা জরিমানা 

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুরে মেয়াদ উর্ত্তীণ ওষুধ রাখা ও বিক্রির দায়ে এক ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম এই অভিযান পরিচালনা করেন।
শনিবার (১৯ মার্চ) বিকেলে পৌর শহরের দোয়েল মোড়ে বিরামপুর ফার্মেসীকে এই জরিমানা করা হয়। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ভ্রাম্যমাণ আদালতের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম  অভিযান পরিচালনা করার কথা নিশ্চিত করে বলেন, ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ওষুধের ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়াদ উর্ত্তীণ ঔষুধ রাখা ও বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।