বিপিএলের রেকর্ড, পরিসংখ্যান ও সেরা কৃতিত্ব

এই আমার দেশ ডেস্ক : আর কিছুক্ষণের মধ্যে মিরপুরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬ষ্ঠ আসর। কোন উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই সরাসরি খেলা দিয়ে শুরু হবে এবারের আসরটি। উদ্বোধনী ম্যাচে বেলা ১২.৩০-এ প্রথম ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস আর ২য় ম্যাচে ৫.২০-এ মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস।

এবারের বিপিএলেই প্রথম বারের মতো যুক্ত করা হয়েছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস), এলইডি স্ট্যাম্প, ড্রোন ও স্পাইডার ক্যামেরার মতো প্রযুক্তি। বিপিএল শুরুর আগে এক নজরে দেখে নেয়া যাক গত ৫ বিপিএলের সকল রেকর্ড ও পরিসংখ্যান:

সর্বোচ্চ দলীয় রান

ঢাকা গ্ল্যাডিয়েটর্স ২১৭/৪ বনাম রংপুর রাইডার্স (২০১৩, ঢাকা)

খুলনা টাইটানস ২১৩/৫ বনাম রাজশাহী কিংস (২০১৭, চট্টগ্রাম)

রাজশাহী কিংস ২৩১/৬ বনাম বরিশাল বুলস (২০১৩, চট্টগ্রাম)

চিটাগং ভাইকিংস ২১১/৫ সিলেট সিক্সার্স (২০১৭, চট্টগ্রাম)

বরিশাল বুলস ২০৯/৭ দুরন্ত রাজশাহী (২০১৩, চট্টগ্রাম)

সর্বনিম্ন দলীয় রান

খুলনা টাইটানস ৪৪/১০ বনাম রংপুর রাইডার্স (২০১৬, ঢাকা)

বরিশাল বুলস ৫৮/১০ বনাম সিলেট সিক্সার্স (২০১৫, ঢাকা)

সিলেট সিক্সার্স ৫৯/১০ বনাম রংপুর রাইডার্স (২০১৫, ঢাকা)

খুলনা টাইটানস ৬৭/১০ বনাম চিটাগং ভাইকিংস (২০১৩, ঢাকা)

চিটাগং ভাইকিংস ৬৭/১০ বনাম সিলেট সিক্সার্স (২০১৭, ঢাকা)

সর্বোচ্চ রান সংগ্রাহক

মাহমুদউল্লাহ রিয়াদ

(ম্যাচ ৬৩, সর্বমোট রান ১৪০০, গড় ২৭.৪৫, অর্ধশতক ৭টি)

তামিম ইকবাল

(ম্যাচ ৪৪, সর্বমোট রান ১৩৫৮, গড় ৩৪.৮২, অর্ধশতক ১৪টি)

মুশফিকুর রহিম

(ম্যাচ ৫৮, সর্বমোট রান ১৩৫৭, গড় ৩২.৩০, অর্ধশতক ৮টি)

সাকিব আল হাসান

(ম্যাচ ৬১, সর্বমোট রান ১১৮২, গড় ২৬.২৬, অর্ধশতক ৩টি)

ইমরুল কায়েস

(ম্যাচ ৫৪, সর্বমোট রান ১১৪৯, গড় ২২.৯৮, অর্ধশতক ৪টি)

এক ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ

ক্রিস গেইল (৬৯ বলে ১৪৬*)

ক্রিস গেইল (৫১ বলে ১২৬*)

সাব্বির রহমান (৬১ বলে ১২২)

ক্রিস গেইল (৬১ বলে ১১৬)

ক্রিস গেইল (৫১ বলে ১১৪)

এক আসরে সবথেকে বেশি রান

আহমেদ শেহজাদ (২০১২ সালে ১২ ম্যাচে ৪৮৬ রান)

ক্রিস গেইল (২০১৭ সালে ১১ ম্যাচে ৪৮৫ রান)

তামিম ইকবাল (২০১৬ সালে ১৩ ম্যাচে ৪৭৬ রান)

মুশফিকুর রহিম (২০১৩ সালে ১৩ ম্যাচে ৪৪০ রান)

রায়ান টেন ডেসকায়েট (২০১৩ সালে ১৩ ম্যাচে ৪৩২ রান)

সেরা জুটি

ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককুলাম (২য় উইকেটে ২০১* রান)

লু ভিনসেন্ট ও শাহরিয়ার নাফিস (১ম উইকেটে ১৯৭* রান)

আহমেদ শেহজাদ ও ক্রিস গেইল (১ম উইকেটে ১৬৭* রান)

জনসন চার্লস ও ব্রেন্ডন ম্যাককুলাম (২য় উইকেটে ১৫১ রান)

ডেভিড মালান ও শাহরিয়ার নাফিস (২য় উইকেটে ১৫০ রান)

সর্বোচ্চ ছক্কা

ক্রিস গেইল (২৬ ম্যাচে ১০৭টি)

সাব্বির রহমান (৬২ ম্যাচে ৪৭টি)

এনামুল হক (৫৮ ম্যাচে ৪৫টি)

এভিন লুইস (২২ ম্যাচে ৪৩টি)

মাহমুদউল্লাহ রিয়াদ (৬৩ ম্যাচে ৪৩টি)

সর্বোচ্চ উইকেট

সাকিব আল হাসান

(ম্যাচ ৬১, উইকেট ৮৩, বেস্ট ফিগার ১৬/৫)

কেভিন কুপার

(ম্যাচ ৩৮, উইকেট ৬৩, বেস্ট ফিগার ১৫/৫)

শফিউল ইসলাম

(ম্যাচ ৪৯, উইকেট ৫৪, বেস্ট ফিগার ২৬/৫)

মাশরাফি বিন মর্তুজা

(ম্যাচ ৬০, উইকেট ৫১, বেস্ট ফিগার ১৬/৩)

মোহাম্মদ নবী

(ম্যাচ ৩৮, উইকেট ৫০, বেস্ট ফিগার ২৪/৪)

এক আসরে সবথেকে বেশি উইকেট

কেভিন কুপার

(২০১৫ সালে ম্যাচ ৯, উইকেট ২২, বেস্ট ফিগার ১৫/৫)

সাকিব আল হাসান

(২০১৭ সালে ম্যাচ ১৩, উইকেট ২২, বেস্ট ফিগার ১৬/৫)

আবু হায়দার

(২০১৫ সালে ম্যাচ ১২, উইকেট ২১, বেস্ট ফিগার ১৯/৪)

ড্যারেন ব্রাভো

(২০১৬ সালে ম্যাচ ১৩, উইকেট ২১, বেস্ট ফিগার ১০/৩)

আলফানসো থমাস

(২০১৩ সালে ম্যাচ ১২, উইকেট ২০, বেস্ট ফিগার ১৯/৩)

ইনিংসে সেরা বোলিং

মোহাম্মদ সামি (৩.২ ওভারে ৬ রানে ৫ উইকেট)

কেভিন কুপার (৪ ওভারে ১৫ রানে ৫ উইকেট)

সাকিব আল হাসান (৩.৫ ওভারে ১৬ রানে ৫ উইকেট)

হাসান আলী (৩.৩ ওভারে ২০ রানে ৫ উইকেট)

আফিফ হোসেন (৪ ওভারে ২১ রানে ৫ উইকেট)

সর্বোচ্চ ক্যাচ

মাহমুদউল্লাহ রিয়াদ (৬৩ ম্যাচে ৪০টি)

সাব্বির রহমান (৬২ ম্যাচে ২৬টি)

নাসির হোসেন (৫৯ ম্যাচে ২৫টি)

শুভাগত হোম (৪৭ ম্যাচে ২২টি)

আরিফুল হক (৩৭ ম্যাচে ২০টি)

সর্বোচ্চ উইকেট কিপিং

মুশফিকুর রহিম

(৫৬ ইনিংসে, কট বিহাইন্ড ৩৬, স্ট্যাম্পিং ৮)

কুমার সাঙ্গাকারা

(২৭ ইনিংসে, কট বিহাইন্ড ২৫, স্ট্যাম্পিং ১২)

লিটন দাস

(৩১ ইনিংসে, কট বিহাইন্ড ১৮, স্ট্যাম্পিং ১৩)

এনামুল হক

(৪৮ ইনিংসে, কট বিহাইন্ড ২০, স্ট্যাম্পিং ৯)

নুরুল হাসান

(২৭ ইনিংসে, কট বিহাইন্ড ১২, স্ট্যাম্পিং ১১)

অন্যান্য

সব থেকে বেশি ম্যাচ জিতেছে ঢাকা ডায়নামাইটস (ঢাকা গ্ল্যাডিয়েটরস)

সব থেকে বেশি পরাজিত হয়েছে চট্টগ্রাম ভাইকিংস

সর্বাধিক সেঞ্চুরি করেছেন ক্রিস গেইল ৪ বার

সর্বাধিক হাফ সেঞ্চুরি করেছেন তামিম ইকবার ১৪ বার

এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন ক্রিস গেইল ১৮টি

বেস্ট স্ট্রাইক রেট (ব্যাটসম্যান) কার্লোস ব্রাফেট ২০১৭ সালে ১৮৫.১৮

বেস্ট ইকোনমি রেট (বোলার) সুনিল নারিন ৫.১৭

সর্বোচ্চ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ৬৩টি

সব থেকে বেশি অধিনায়কত্ব করেছেন মাশরাফি বিন মর্তুজা ৫৯টি ম্যাচে।