বিপিএলের আদলে আরেকটি টুর্নামেন্ট করতে বলছেন মুশফিক

ডেস্ক : ঘরোয়া ক্রিকেটারদের জন্য আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পক্ষপাতী মুশফিক। ছবি: প্রথম আলো
ঘরোয়া ক্রিকেটারদের জন্য আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পক্ষপাতী মুশফিক। ছবি: প্রথম আলো

বিপিএলের প্রত্যেক আসরেই দেখা যায়, জাতীয় দলের বাইরে দেশি ক্রিকেটার যাঁরা আছেন, টুর্নামেন্টের সঙ্গে খাপ খাইয়ে নিতে তাদের বেশ সময় লাগে। এই সমস্যাটা নজর এড়ায়নি জাতীয় দলের উইকেটরক্ষক ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমেরও। বিপিএলের আদলে দেশি ক্রিকেটারদের জন্য আলাদা একটা টি-টোয়েন্টি টুর্নামেন্টের দাবি তুললেন তিনি।
প্রতি মৌসুমে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রচুর ঘরোয়া ক্রিকেটার বিপিএল খেলেন। কিন্তু তাঁদের মধ্যে কয়জন জাতীয় দলে সাকিব-তামিম-মুশফিকদের সতীর্থ হতে পারেন? সংখ্যাটা হাতেগোনা। এই সমস্যা কাটাতে কি করা যেতে পারে, সে ব্যাপারে সমাধান নিয়ে আসলেন মুশফিকুর রহিম। ঘরোয়া ক্রিকেটাররা যেন বিপিএলে মানিয়ে নিতে পারেন, সে জন্য বিপিএলের মতো আরেকটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের দাবি তুললেন মুশফিক—যে টুর্নামেন্টে শুধু ঘরোয়া ক্রিকেটাররা খেলবে।

ঘরোয়া ক্রিকেটাররা বিপিএলে কীভাবে মানিয়ে নেবেন, সে ব্যাপারে মুশফিক বলেন, ‘আমার মনে হয় এটার (বিপিএল) বাইরেও যদি কোনো টুর্নামেন্ট আয়োজন করা যায় তাহলে ভালো হয়। ঠাসা সূচির কারণে হয়তো এমন আরেকটা টুর্নামেন্ট আয়োজন করা কঠিন। যারা জাতীয় বাইরে আছে তাদের নিয়ে একটা টুর্নামেন্ট করলে বিপিএলের মতো টুর্নামেন্টের সময়ে দল গঠন করতেও সুবিধা হয়। আমার মনে হয় বিসিবির কর্তারা এটা নিয়ে চিন্তা করছেন।’

মুশফিক এরপর বলেন, ‘আমাদের একটা প্রস্তাবও ছিল, নিজেদের মধ্যেও কথা হচ্ছিল। খুব সম্ভবত মল্লিক ভাইও বলছিলেন প্রিমিয়ার লিগের সেরা ছয় বা আট দল নিয়ে যদি একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে পারি তাহলে অবশ্যই ক্রিকেটের জন্য অনেক লাভবান হবে। যারা জাতীয় দলের বাইরে আছে তাদের হুট করে বিপিএলে এসে ভালো করাটা কঠিন। সারা বছর কিন্তু এই একটা টুর্নামেন্টই তারা খেলে। এমনকি অনুশীলন ম্যাচও খেলার সুযোগও তারা পায় না, নতুন সতীর্থদের সঙ্গে। দলে এসেই মানিয়ে নেওয়াটা তাদের জন্য একটু কঠিন হয়ে যায়।’

জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে ঘরোয়া ক্রিকেটারদের একটি তুলনাও টানলেন মুশফিক, ‘আমরা যারা জাতীয় দলে সারা বছর তিনটি ফরম্যাটেই খেলি, আমাদের সঙ্গে তুলনা করলে তো অবশ্যই তাদের জন্য কাজটা কঠিন। আমরা নিয়মিত খেলার মধ্যেই থাকি, বাংলাদেশেও, দেশের বাইরেও। আমাদের জন্য তুলনামূলক সহজ বিপিএলে ভালো করা। এরপরও ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে যারা এসেই ভালো খেলছে তারা অবশ্যই দুর্দান্ত, আমার টুপি খোলা সম্মান তাদের জন্য। আমরাও তাদের কাছ থেকে শিখতে পারি, তারা কীভাবে খেলছে।’

মুশফিকের এই আকুতি শুনতে পাচ্ছে বিসিবি?