বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত নূরুল আহমেদ ও ফৌজিয়া আফরোজ তুলি

আবুল কালাম আজাদ, গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচনে সহ-সভাপতি পদে নূরুল আহমেদ ও ফৌজিয়া আফরোজ তুলি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচনে ১০টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে কেবল সহ-সভাপতি পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাকি পদে একাধিক প্রার্থী থাকায় সাধারণ সম্পাদক, সহ-সম্পাদক ও নির্বাহী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার সুজন দাশগুপ্ত জানান, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচনের সহ-সভাপতি পদে নুরুল আহমেদ ও ফৌজিয়া আফরোজ তুলি’র বিপরীতে অন্য কোনো প্রার্থী না থাকায় তাদের দুজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ ছাড়া অন্যান্য পদের প্রার্থী সাধারণ সম্পাদক পদে সাইদুর রহমান ও নিশান সাবের, সহ-সম্পাদক পদে আলি রেজা বিছু, মোহিত আলী, আব্দুল্লাহ আল মামুন এবং নির্বাহী সদস্য পদে আবুল হাসনাত দিপু, মৌসুমী ঢালী,জাহিদ হাসান রাজিব,সুলতানা রাজিয়া টনি, মিনারুল ইসলাম এবং রিন্টু রহমান নির্বাচনে লড়ছেন। আগামী ২০ মার্চ জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচন অনুষ্ঠিত হবে।