বিদায় নিতে চলল শীত

চুয়াডাঙ্গা অফিস: মাঘের শেষে ঝলমলে রোদের উত্তাপে শীত বিদায় নিতে চলল চুয়াডাঙ্গা থেকে। এ জেলায় রেকর্ড করা বর্তমান সর্বনিম্ন তাপমাত্রাও এ আভাস দিচ্ছে। গত সপ্তাহজুড়ে চুয়াডাঙ্গার তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রিতে ওঠানামা করছে। এখন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একটু শীত অনুভূত হচ্ছে। তবে শীতের সেই তীব্রতা আর নেই। সকালেই দেখা মিলছে সূর্যের। আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েক দিন এ রকমই থাকবে এ অঞ্চলের আবহাওয়া। কুয়াশার ঘনত্ব বাড়ারও সম্ভাবনা নেই। তবে আকাশে মেঘ থাকতে পারে। চুয়াডাঙ্গার আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র থেকে রবিবার  চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে তা আরও বাড়ছে।