বিজয় দিবসে কুমিল্লা জনান্তিকের নাটক পরীবানু মঞ্চস্থ

হালিম সৈকত,কুমিল্লাঃ সামাজিক সাংস্কৃতিক সংগঠন “কুমিল্লা জনান্তিক” এর পরিবেশনায় গতকাল ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা মহানগরীর শাসনগাছায় মঞ্চস্থ হয়ে গেল মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পরীবানু।

নাটকর্মী পিয়াংকার রচনা ও নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন এডভোকেট রেজাউল ইসলাম মিঠু, তাপস, ফজলুল হক জয়, প্রিয়াংকা, বিপাশা, হালিম সৈকত, তামান্না ও সুমান্ত চক্রবর্তী প্রমুখ। নাটকটির পৃষ্ঠপোষকতায় ছিলেন কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি হুমায়ূন কবির রনি।

সোমবার রাত ৯টায় মঞ্চস্থ নাটকটিতে উঠে আসে পরীবানু পরিবার কিভাবে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ে। পরীবানু বাহান্নর ভাষা আন্দোলনে হারিয়েছিল তার স্বামীকে এবং মুক্তিযুদ্ধে হারায় তার প্রিয় একমাত্র ছেলেকে। তারই একটি ফ্ল্যাশব্যাক উঠে আসে তার জীবনের গল্পে। নাটকটিতে রয়েছে বাংলা ভাষাকে ভালোবাসার আকুতি এবং অপসংস্কৃতিকে রোধ করার আহ্বান।

সেই সাথে রয়েছে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে সুন্দর আগামীর স্বপ্ন নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবার ম্যাসেজ।

আর অনুষ্ঠান আয়োজনে ছিলেন শাসনগাছার সামাজিক সংগঠন জয়বাংলা রেজিমেন্ট।