বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশি নাজিমের লাশ হস্তান্তর করল ভারত

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনার নিমতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক
নাজিম উদ্দীনের (৩৪) লাশ ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে দর্শনা
আন্তর্জাতিক জয়নগর চেকপোস্টের জিরো পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা
বৈঠকের পর নিহত নাজিমের লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
পতাকা বৈঠকের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিল খালিশপুর-৫৮ বিজিবির ধোপাখালী
বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার রেজাউল করিম, জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস
ওয়াহিদসহ ১০ সদস্যের প্রতিনিধি দল। আর ভারতের পক্ষে উপস্থিত ছিল গেদে বিএসএফ ক্যাম্পের
ইনচার্জ এসি সৌরভ সামন্তসহ ১০ সদস্যের প্রতিনিধি দল।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান ঘটনার
সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় কড়া প্রতিবাদ ও লাশ ফেরত চেয়ে
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফের কাছে পত্র প্রেরণ করা হয়। এরপর বিএসএফ নিহতের লাশ হস্তান্তর
প্রক্রিয়া শুরু করে।
জীবননগর থানার পরিদর্শক (ওসি) তদন্ত ফেরদৌস ওয়াহিদ জানান, বিজিবির কাছে নিহত
নাজিমের লাশ হস্তান্তরের পর পুলিশের মাধ্যমে নিহত ব্যক্তির পরিবারের কাছে রাতেই ওই লাশ বুঝিয়ে দেওয়া
হয়েছে।
এদিকে, নিহত নাজিমের লাশ পরিবারের লোকজন গতকাল শুক্রবার রাত ১০টার দিকে পুলিশের কাছ
থেকে গ্রহণ করে নিজ গ্রাম আকন্দবাড়িয়া গাঙপাড়ায় নিয়ে এলে গ্রামের শত শত নারী-পুরুষ
নাজিমের লাশ দেখতে ছুটে আসেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে আকন্দবাড়িয়া সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে মাঝপাড়া কবরস্থানে নাজিমের লাশের দাফনকার্য সম্পন্ন
করা হয়।