বাড়ছে রোগী, ময়মনসিংহ মেডিক্যালে একদিনে ১০ মৃত্যু

এমদাদুল হক, ময়মনসিংহ (নান্দাইল) প্রতিনিধি: অন্যান্য বিভাগের তুলনায় কম থাকলেও সম্প্রতি ময়মনসিংহ বিভাগে বাড়ছে করোনা রোগী। একইসঙ্গ বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুই জন পজিটিভসহ ১০ রোগীর মৃত্যু হয়েছে। তবে শনিবার (২৬ জুন) তিন জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।

হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, মৃতদের দুই জন ঈশ্বরগঞ্জ ও ধোবাউড়ার বাসিন্দা। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে ময়মনসিংহের বিভিন্ন উপজেলার চার জন, টাঙ্গাইলের দুই ও শেরপুরের দুই জন রোগী রয়েছেন।

তিনি আরও জানান, বর্তমানে করোনা ইউনিটে ১৮৮ জন ভর্তি আছেন। আইসিউতে চিকিৎসা নিচ্ছেন ১২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জন ভর্তি হয়েছেন।

অন্যদিকে ময়মনসিংহে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪৬৭টি নমুনা পরীক্ষায় ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে শনিবার ৩৪৯টি নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্তের তথ্য জানানো হয়েছিল। এদিকে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা সাত হাজার ৪৬৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ছয় হাজার ৭০০ জন।

তিনি আরও জানান, চলতি বছরের দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণের হার সর্বোচ্চ ২৭ শতাংশ।