বান্দরবানের রুমা উপজেলা শুভ প্রবারণা ( মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ) উপলক্ষে রাঠা যাত্রা

ক্যসাই উ মার্মা (বান্দরবান) রুমা উপজেলা প্রতিনিধি

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা (মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ) । প্রবারণা হলো আত্মশুদ্ধি অর্জন এবং অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের অনুষ্ঠান। আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ ‘বুদ্ধত্ব’ লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা উৎসব পালন করা হয়।প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে এক মাস দেশের প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হবে কঠিন চীবর দানোৎসব। প্রবারণা পূর্ণিমার অন্য একটি উৎসবময় দিক হলো ফানুস উত্তোলন।

এদিকে দিনটি উপলক্ষ্যে বান্দরবানের রুমা উপজেলা নানা আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে নগরীর বিভিন্ন বিহার ও মঠে জড়ো হচ্ছেন ভক্তরা। করছেন প্রদীপ প্রজ্জ্বলন ও বুদ্ধপূজা।