বান্দরবানের প্রথম করোনা রোগী ছিদ্দিকের ফলোআপ রিপোর্ট নেগেটিভ

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, বান্দরবান জেলার প্রথম করোনা পজেটিভ পাওয়া নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালের আইসোলেশনে থাকা ঘুমধুম ইউনিয়নের কোনার পাড়ার আবু ছিদ্দিক( ৫৯)  ফলোআপ করোনা টেস্টে তাঁর শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। বৃহস্পতিবারনমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ল্যাবে শুক্রবার পুনরায় করোনা পরীক্ষা করা হলে নেগেটিভ আসে তার রিপোর্ট। 
আবু ছিদ্দিক নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালের আইসোলেশনে প্রায়  ৮দিন ধরে অবস্থান করছিলেন । তবে প্রথম টেস্টে করোনা পজিটিভ হলেও রোগীর শারীরিক অবস্থা ভাল ছিলো এবং  কোন লক্ষণ দেখা যায় নি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে কক্সবাবাজার মেডিকেল কলেজে হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষায় দুপুর ২টায় এ রিপোর্টে করোনা নেগেটিভ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালের স্বাস্থ্য বিভাগের  কর্মকর্তা ডা: আবু জাফর মো: ছলিম। করোনা রোগী  আবু ছিদ্দিকের শরীরে করোনা পজেটিভ পাওয়ায়  তাকে আইসোলেশনে রেখে নিয়মিত চিকিৎসা দিয়ে আসছিলো নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালের  কর্মরত চিকিৎসকেরা।  তাকে নিয়ম অনুযায়ী  তৃতীয় বারের মতো আর একটি নমুনা সংগ্রহ করে কক্সবাজার  ল্যাবে পাঠানো হবে বলে জানানসেই নমুনা টেস্ট রিপোর্টের উপর নির্ভর করবে রোগীকে ছাড়পত্র কখন দেয়া যাবে বিবেচনা করবে।