বাগেরহাটে ভাঙ্গা পোল দিয়ে কয়েক বছর পারাপার

মাসুম বিল্লাহ,বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট মোরেলগঞ্জের থানা আওতাধীন ০৫নং রামচন্দ্রপুর ইউনিয়নে ১টি ঝুঁকিপুর্ন পুল নির্মিত আছে,পুলটি এখন অকেজ হওয়ার পথে,মহল্লার কোমল মতি শিক্ষার্থীসহো জনগণের ব্রিজটি পার হতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে কখন যেন বিপদ এসে যায়।

এই পুলটি যদি পুনরায় মেরামত না করা হয় তাহলে যে কোন সময় ভেঙে পড়ার সম্ভনা রয়েছে,এতে ভোগান্তিতে পড়বে শত শত মানুষ।

৫নং রামচন্দ্রপূর গডঘাটা গ্রাম এর খালে নির্মিতো হয়েছি পুলটি,পুলটি নির্মিতি হয়েছিলো এলজি ইডির মাধ্যমে।তবে পোলটি অনেক বসর যাবাৎ বেহাল অবস্থায় পড়ে রয়েছে।পোলের স্লাপ গুলো ভেঙ্গে ভেঙ্গে পড়তিছে।কিছু অংশ ডেবে গেছে।লোহার খুটিগুলো নডবড হয়ে গেছে।

এমনি অবস্থায় যাতায়েত করতিছে প্রতিদিন শিক্ষার্থীসহো এলাকার ও দূর দুরন্ত শত শত মানুষ।এই পুলের উভয় পাসে রয়েছে,শিক্ষা প্রতিষ্ঠান,ক্লিনিক,ডাক অফিস এবং একটি হাফিজিয়া মাদরাসাসহো হাট বাজার।

এব্যাপারে ৫নং রামচন্দ্রপূর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আঃ আলিম বলেন,আমি এই পোলটির জন্য এলজিইডি বরাবর আবেদন করেছি।আসা করি তারা এই সমস্যাটি অতিসত্বে সমাধান করবে।