বাগেরহাটে প্রথামিক শিক্ষায় শিক্ষক সংকট নিরসন জরুরি

বাগেরহাটে প্রথামিক শিক্ষায় শিক্ষক সংকট নিরসন জরুরি
মাসুম বিল্লাহ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট রামপাল থানায়,শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও শিক্ষার্থী সঠিক ভাবে শিক্ষা নিতে পারতিছেনা,এক হচ্ছে করোনা নামাক মাহামারি ভাইরাসের জন্য দীর্ঘদিন যাবাৎ বন্ধো থাকার কারনে অবার অন্যদিকে আছে শিক্ষা প্রতিষ্ঠান নেই শিক্ষাদানের জন্য শিক্ষক,এ উপজেলায় অত্যান্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে একশত আটাশ টি,তারি মাঝে অনুসন্ধানে করে পাওয়া যায় ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের অনেক দিন ধরে তাদের পদটি খালি রয়েছে,আবার অন্য দিকে রয়েছে সাধারণ শিক্ষকের পদ শুন্য।বিদ্যালয়ের কর্তিপক্ষোরা জানিয়েছেন ১৯ কোভিড়ের জন্য নতুন ভাবে কোন নিয়োগ বা বদলি না থাকার কারনে এই সমস্যাটি দেখা দিয়েছে
উপজেলার শিক্ষা অসিসার মতিউর রহমান বলেন,মোংলা উপজেলার ভিতর ১২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ভিতর ৬৯৭ জনের পরিবর্তে ৬০৬জন শিক্ষক রয়েছেন।তারি মাঝে ২০১৯ সাল হতে একজন শিক্ষিকা সোমা রানি পাল নামের অনুপস্থিত আছেন, এদিকে অন্য একজন শিক্ষক বরখাস্ত হয়েছেন।এবং বিদ্যালয়ের মোট শিক্ষকের সংখ্যা ৬৯৭ জনের ভিতর প্রাধান শিক্ষকের ৩৪ জনের মত পদ শুন্য রয়েছে অন্য পদে শুন্য রয়েছে ৫৭ জনের মত প্রাধান ও সমাধান নিয়ে মোট পদ শুন্য রয়েছে  ৯১ জনের।
এবিষয় উপজেলার নির্বাহি কর্মকর্তা কবির হসোন বলেন,আজ বিশ্ব করোনা নামক মাহামারিতে সারা বিশ্বকে আতঙ্গকিত করে ফেলাইছি,তারি প্রভাবে আমাদের দেশের শিক্ষামন্ত্রীর সিদ্বান্ত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধো রয়েছে,আমি মনে করি এই মাহামারির প্রভাবটা শেষ হলে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু হলে সরকারি নিয়োগ অনুযায়ী আমরা শিক্ষক দিয়ে শুন্য পদগুলো পুরন করে নিব।