বাগেরহাটে ইসলামি ছাত্রশিবির ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি

বাগেরহাট প্রতিনিধিঃ
 তখনও শুরু হয়নি মানুষের স্বাভাবিক জীবন যাপন, রাস্তা ঘাটে ছিলোনা চোখে পড়ার মতো কোন যানবাহন,   বলা যায় মাত্র  কাক ডাকা ভোর। কোথা থেকে  হঠাৎ  নারায়ে তাকবির স্লোগানে একত্রিত হয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করে  সাধারণ মানুষের মনে চমক সৃষ্টি করে দিয়েছে   ছাত্র শিবির বাগেরহাট জেলা।
 দিবসটি উপলক্ষে তারা শনিবার ভোর ৬.৩০ মিনিটে খুলনা – বাগেরহাট মহাসড়কে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে। র‍্যালি পরবর্তী সময়ে  সমাবেশের মাধ্যমে তারা  তাদের  কর্মসূচী শেষ করেছে। এসময় সেখানে উপস্থিত ছিলেন  শিবিরের জেলা সভাপতি সহ জেলা ও  থানা পর্যায়ের বিভিন্ন  দায়িত্বশীলবৃন্দ।
সমাবেশে শিবির জেলা সভাপতি আরিফ বিল্লাহ   বলেন, ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি বাংলার মানুষ সত্যিকার অর্থে এখনো  সেই স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পরেনাই। এখনো মানুষ ভাতের অভাবে কাতরে বেড়াচ্ছে। মানুষ বাসস্থানের অভাবে রেললাইনের পাশে রাত্রি যাপন করছে।  স্বাধীনতার ৫০ বছর পরে এসেও মানুষ তাদের ভোটের অধিকার হারিয়েছে। হারিয়েছে স্বাধীন ভাবে কথা বলার অধিকার। এসময় তিনি  মাননীয় প্রধানমন্ত্রী কে লক্ষ্য করে বলেন, আপনারা মানুষের অধিকার ফিরিয়ে দিন। মানুষকে স্বাধীন ভাবে থাকার অধিকার দিন।  দ্রব্য মূল্যের যে উর্ধগতি এর লাগাম টেনে ধরুন নচেৎ বাংলার জনগণ আপনাদের কে ক্ষমতাচ্যুত করতে বাধ্য হবে। এছাড়া তিনি  ইসলামি ছাত্র শিবির কে স্বাধীনতার অতন্ত্য প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে সকল প্রকার কল্যাণ মূলক কাজে অংশগ্রহণ করার আহ্বান জানান।