বাংলাদেশ আ’লীগ কালীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

জ্যাকশন মাইকেল রোজারিও (গাজীপুর) কালীগঞ্জ প্রতিনিধি ঃগাজীপুরের,কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু বকর চৌধুরী। কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া শহীদ ময়েজউদ্দিন ফেরিঘাট রেলওয়ে ঈদগাহ ময়দানে,বাংলাদেশ আওয়ামীলীগ কালীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।২৬/১১/২০১৯ খ্রীস্টাব্দ সকাল ১০ টার সময় উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালিত হয়।দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায়,জাতীয় পতাকা উত্তলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়।অসাম্প্রদায়িক চেতনায় পবিত্র বাইবেল, পবিত্র কোরআন ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি এস এম নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, কেন্দ্রীয় তাঁতী লীগের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, শ্রম বিষয়ক সম্পাদক শাহাবুদ্দীন আহমেদ, জেলা আওয়ামীলীগ এর সদস্য মো. মোয়াজ্জেম হোসেন পলাশ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মীলা রোজারিও,মাকসুদ-উল আলম খান,তাসলিমা রহমান লাভলী,কালীগঞ্জ পৌর আওয়ামীলীগ এর সভাপতি এস.এম রবিন হোসেন, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামসহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা-নেতৃবৃন্দ।গাজীপুর জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি তার বক্তব্যের প্রথমেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপিসহ সম্মেলনে উপস্তিত সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং মেহের আফরোজ চুমকি এমপির প্রতি প্রসংশা করে বলেন,বাংলাদেশ আওয়ামীলীগ কালীগঞ্জ উপজেলা শাখা অত্যন্ত সুশৃঙ্খল ও সুগঠিত, হাজারো জনতার উপস্থিতিই তা প্রমাণ করে।আজকের এই কালীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নের ছোঁয়া পিচ ঢালা পথসহ অনান্য উন্নতির অবদান আমাদের জন নেত্রী দেশ রত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।আওয়ামীলীগ কোন সাধারণ সংঘঠন নয়,আওয়ামীলীগ হচ্ছে পারস্পরিক সেতু বন্ধনে একটি শক্তিশালী সংঘঠন।সম্মেলনের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি উপস্থিত নেতাকর্মী ও জনগণকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং বলেন গাজীপুর জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি, ১৯৭১ এর ইতিহাসের একজন জলজ্যান্ত সাক্ষী, বীর মুক্তিযুদ্ধা এবং বলিষ্ঠ নেতা।বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ বিএনপি জোট সরকারের সময় হত্যাকৃত ও আহসানউল্লা মাস্টারসহ সকল শহীদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন।তিনি আরও বলেন আওয়ামীলীগ এর নেতা-কর্মী ও জনগণ আমার সাথে আছে বলেই আমার বাবা শহীদ ময়েজউদ্দিনের মৃত্যুর ২৪ বছর পর ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আমি নেতৃত্যে আসতে পেরেছি।একসময় কালীগঞ্জের মানুষ এক পথেঘাটে বের হতে পারতনা আর মা-বোনদের একা পথে বের হওয়াতো ছিলো চিন্তার ও ভয়ের বিষয়!এখন সময় বদলেছে আমাদের দেশ রত্ন প্রধান মন্ত্রী শেখ হাসিনার কল্যাণে মায়েরা বোনেরা সাহসের সাথে একা চলতে পারে।বাংলাদেশ যেমন উন্নয়নের শীর্ষ পর্যায়ে এগিয়ে যাচ্ছে তেমনি আমাদের কালীগঞ্জও শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাবে। প্রধান অতিথি তার বক্তব্যে উপস্থিত সকলের প্রতি শুভেচ্ছা প্রদান করেন এবং বলেন আমাদের আওয়ামীলীগ শাসন আমলে কোন বিএনপি নেতাকে হত্যা করা হয়নায় কিন্তু বিএনপির শাসন আমলে আমাদের ডজন ডজন নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে। বিএনপির কোনো আদর্শ নেই আদর্শের প্রতি কোন আনুগত্যও নাই।বিএনপি এমন একটি দল যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে খুন করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলো। জিয়াউর রহমানের এক ছেলে টাকা পাচার করে দেশ ছেড়ে পালিয়েছে,আরেক ছেলে নেশাগ্রস্ত অবস্থায় মারা গেছে। কালীগঞ্জে এক সময় সন্ত্রাসীদের রাজ্যত্ব ছিল। এখন এলাকায় শান্তি বিরাজ করছে। রাস্তাঘাট ও শিল্প প্রতিষ্ঠান হওয়ায় এলাকা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।আপনারা খাদ্যদ্রব্য বিষয়ে গুজব সৃষ্টিকারীদের কথায় কান দিবেননা সবশেষে আওয়ামীলীগ এর সকল নেতাকর্মী ও জনগণকে একতাবদ্ধ হয়ে থাকার আহ্বান জানিয়েছেন প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।