ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে তিনদিন ব্যাপী নবান্ন উৎসব-২০২২ পালিত

শারমিন আরা, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে ১৬, ১৭ ও ১৮ নভেম্বর তিনদিন ব্যাপী নবান্ন উৎসব-২০২২ পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটি বিহঙ্গ ঝিনাইদহ আয়োজনে রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালস্ লিমিটেড এর সার্বিক সহযোগিতায় ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহিনুর রহমান লিটন, বিহঙ্গ ঝিনাইদহ।

উক্ত নবান্ন উৎসব-২০২২ এর সমাপনী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, পৌর মেয়র, পৌরসভা ঝিনাইদহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ লতিফ শাহরিয়ার জাহেদী প্রজ্জল, পরিচালক রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালস্ লিমিটেড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তবীবুর রহমান লাবু,
কোঅর্ডিনেটর জাহেদী ফাউন্ডেশন ঝিনাইদহ ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সাধারণ দর্শণার্থী সহ গণমাধ্যম কর্মীবৃন্দ। অনুষ্ঠানে অতিথিরা তাদের স্বাগত বক্তব্য রাখেন।

প্রধান অতিথি হিজল বলেন, জনগণের দোয়া ও ভালোবাসায় সিক্ত হয়ে আজ আমি নির্বাচিত পৌর মেয়র হয়েছি। আমি পৌর সেবক হিসেবে যতদিন
বেঁচে থাকবো আপনাদের সেবা করে যাবো। ঝিনাইদহকে তিলোত্তমা নগরীতে পরিণত করার অঙ্গীকার সকলকে সাথে নিয়ে বাস্তবে রুপ দেব ইনশাআল্লাহ্। আমি সাংস্কৃতিক মনা একজন ব্যক্তি।
সাংস্কৃতিক অঙ্গনের প্রত্যেকের জন্য আমার শুভেচ্ছা ও শুভকামনা রইল।

অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট
দিয়ে বরণ করে নেন অনুষ্ঠান আয়োজক বৃন্দ।
আলোচনা শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের
মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।

উক্ত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ঝিনাইদহের স্বনামধন্য নৃত্যালয় একাডেমীর শিল্পীবৃন্দ ও সংগীত পরিবেশন করেন বিহঙ্গ ঝিনাইদহ -র শিল্পীবৃন্দ।