বন্ধ হচ্ছে উইন্ডোজ ৭-এ সব সমর্থন

এই আমার দেশ ডেস্ক : উইন্ডোজ ৭-এ সব ধরনের সমর্থন বন্ধ করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।

২০১৫ সালের জানুয়ারি থেকেই উইন্ডোজ ৭-এ মূল সমর্থন দেওয়া বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। এবার এর থেকে সব সমর্থনই তুলে নিচ্ছে তারা। ২০২০ সাল থেকে পুরানো এই অপারেটিং সিস্টেমে বিনামূল্যে আর কোনো নিরাপত্তা আপডেট আনবে না মাইক্রোসফট– খবর আইএএনএস-এর।

সোমবার প্রতিষ্ঠানের এক পোস্টে বলা হয়, “২০২০ সালের ১৪ জানুয়ারির পর উইন্ডোজ ৭ চালিত কোনো পিসিতে আর নিরাপত্তা আপডেট দেওয়া হবে না।”

সমর্থন বন্ধ হলেও পিসিতে উইন্ডোজ ৭ চালিয়ে যেতে পারবেন গ্রাহক। কিন্তু এতে পাওয়া যাবে না কোনো নিরাপত্তা, সফটওয়্যার বা ফিচার আপডেট।

“সমর্থন বন্ধ হলেও আপনি উইন্ডোজ ৭ চালিয়ে যেতে পারবেন, আপনার পিসির নিরাপত্তা আরও বেশি ঝুঁকিতে থাকবে,”– মাইক্রোসফট।

১৪ জানুয়ারি ২০২০ সালের পরও উইন্ডোজ ৭ ইনস্টল ও অ্যাক্টিভেট করা যাবে বলেও জানানো হয়েছে।

নিরাপত্তা ঝুঁকি ও ভাইরাস এড়াতে উইন্ডোজ ১০-এ আপগ্রেড করার পরামর্শ দিয়েছে উইন্ডোজ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি।

উইন্ডোজ ভিসতা আসার তিন বছরের কম সময়ের মধ্যে ২০০৯ সালের অক্টোবরে উন্মুক্ত হয় উইন্ডোজ ৭।