বন্দরে সওজের খাল দখল করে নির্মাণ কার্যক্রম চীনা কোম্পানী

বন্দর প্রতিনিধি:মেসার্স ফাস্ট রায়স লিমিটেড নামে এক চীনা কোম্পানীর বিরুদ্ধে বন্দরে সড়ক ও জনপথের খাল ভরাট করে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। সে সাথে ভরাটকৃত জমির উপরে অপরিকল্পিত ভাবে অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগে চালছে নির্মাণ কার্যক্রম। নির্মাধীন স্থানে নিরাপত্তা বেষ্টনী দেয়াল না থাকায় প্রাণহানিসহ বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা করছে সচেতন মহল। জানা গেছে, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে বন্দর উপজেলার মুছাপুর ইউপির তবলপাড়া বিলে কানাডা প্রবাসী তাজুল ইসলাম সম্পত্তি ভাড়া নিয়েছেন মেসার্স ফাস্ট রায়স লিমিটেড নামে চীনা কোম্পানী প্রতিষ্ঠান। ভাড়া চুক্তিবদ্ধ হওয়ার পর ভাড়া জমিসহ পানি নিস্কাশনের খাল সড়ক ও জনপথের সম্পত্তি ড্রেজার দিয়ে বালু ভরাট করে দখলে নিয়ে গেছে ওই কোম্পানী। বালু ভরাট শেষে যোগীপাড়া গ্রাম থেকে বিলের ওপর দিয়ে বাঁশের খুঁটি দিয়ে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে নির্মাণ কার্যক্রম চালাচ্ছে। ভরাটকৃত জমির চার দিকে নিরাপত্তা বেষ্টনী দেয়াল নির্মাণ না করেই অপরিকল্পিত ভাবে সরবারহ করে অবৈধ বিদ্যুৎ লাইন। এ বিদ্যুৎ লাইনের তাঁরে জড়িয়ে যে কোনো সময় প্রাণহানিসহ বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তবলপাড়া গ্রামের শাহ আলম জানান, স্টীল দিয়ে তৈরী বহুতল ভবন নির্মাণের মালামাল রাখার গোডাউনের জন্য কানাডা প্রবাসী তাজুল ইসলামের মালিকানাধীন জমি ভাড়া নেয় চীনা কোম্পানী। জমির ওপর বালু ভরাট করে চীনা কোম্পানী। ভরাট জমির চার দিকে নিরাপত্তা বেষ্টনী দেয়াল নির্মাণ না করেই পাশর্^বর্তী গ্রাম থেকে অপরিকল্পিত ভাবে অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগ এনেছে। এতে নানা দূর্ঘটনার শিকারের আশঙ্কা করছে গ্রামবাসী। সড়ক ও জনপথের নারায়ণগঞ্জ নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন জানান, সড়ক ও জনপথের খাল ভরাট করে দখলে নিয়ে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবো। তাদের নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। মদনপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ডিজিএম পার্থ চক্রবর্তী জানান, অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে কোনো কোম্পানীর কার্যকর্ম বে-আইনি। ঘটনাস্থলে এখননি লোক পাঠাচ্ছি। জরুরী ভিত্তিতে অবৈধ সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।