বন্দরে র‌্যাব-১১ অভিযানে ৩ চাাঁদাবাজ গ্রেফতার

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরে র‌্যাব-১১’র অভিযান চালিয়ে ৩ পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে। শনিবার (৪ জানুয়ারী) রাতে বন্দর উপজেলার মদনপুর ও নবীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে র‌্যাব-১১’র একটি দল। গ্রেফতারকৃতরা হলো, মামুন (৩২), মো. দেলোয়ার (৪০) এবং সায়মন (২১)। এঘটনায় বন্দর থানায় চাঁদাবাজি আইনে পৃথক দুইটি মামলা রুজু করেছে র‌্যাব-১১ মামলা নং- ৪(১)২০, ৫(১)২০। র‌্যাব-১১’ এক সংবাদ সম্মেলনে জানায়. ০৪ জানুয়ারি শনিবার দিবাগতরাতে র‌্যাব-১১, সিপিএসসি এর পৃথক অভিযানে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড এবং নবীগঞ্জ এলাকায় রাস্তায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস, লেগুনা ও সিএনজি থামিয়ে চাঁদা আদায়কালে ৩ জন’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মামুন (৩২), মো. দেলোয়ার (৪০) এবং সায়মন(২১)। এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির সর্বমোট নগদ ১৪ হাজার ৫শ’ ৩০ টাকা উদ্ধার করা হয়। উল্লেখ্য, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পরিবহনে চাঁদাবাজি রোধকল্পে গত জুন ২০১৯ তারিখ থেকে এ পর্যন্ত র‌্যাব-১১’র ধারাবাহিক অভিযানে মোট ৩৫টি মামলা দায়ের করা হয় এবং মোট ৯৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। চাঁদাবাজি বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।