বন্দরে রাস্তা দাবিতে বিক্ষোভ মিছিল

বন্দর প্রতিনিধি:বন্দর কলাগাছিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ডবাসী ১২ ফুট রাস্তা দাবিতে বিক্ষোভ মিছিলসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মরক লিপি প্রদান করেছে। গত ২ ফেব্রæয়ারী রোববার বেলা ১১টায় বন্দর উপজেলার চুনাভূরা এলাকাবাসী বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মরক লিপি প্রদানসহ স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান ও বন্দর থানা অফিসার ইনর্চাজ এর কাছে স্মরক লিপির অনুরিপি প্রদান করেন।

বিক্ষোভ মিছিলে অংশ গ্রহনরত সমাজ সেবক মোঃ ওয়াদুদ হোসেন জানান, চুনাভূরা এলাকাবাসীর কবরস্থানে যাওয়ার জন্য ৬ ফুট রাস্তা ছিল। বর্তমানে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ দেলোয়ার হোসেন প্রধান উদ্যোগে রাস্তাটি প্রশস্ত করনের উদ্যোগ গ্রহন করে। এলাকার সবার সম্মতিক্রমে পূর্বের রাস্তার মাঝখান থেকে দুই দিকে ৬ফুট + ৬ ফুট রাস্তা প্রশস্ত করার জন্য একমত হয়। সে মোতাবেক উত্তর দিক হতে রাস্তা প্রশস্ত করনের কাজ শুরু করা হয়। রাস্তা প্রশস্ত করনের স্বার্থে চুনাভূরা এলাকার অনেক দিনমজুর পাকা ও কাঁচা ঘরবাড়ি ভেঙ্গে ফেলা হয়েছে। রাস্তা প্রশস্ত করনে কাজের শেষ প্রন্তে এসে এ কাজ থেমে যায়। এ নিয়ে উক্ত এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মোঃ আসলাম, মঞ্জুর আলম, আরী হোসেন, ছানোয়ার হোসেন, গোলজার হোসেন, নয়ন মিয়া, আসাদুল্লাহ, আব্দুর রাজ্জাক, সোহেল, রাসেল, ইদ্রিস আলী, ইয়াছিন, মাহাবুব, জুয়েল, দুলাল, স্বপন, আলী হোসেন, নূর ইসলাম, হাফিজুল, বাবুল, আব্বাস আলী, খোকন ইসলাইল, ইকবাল, জনীসহ প্রায় শতাধিক এলাকাবাসী।