বন্দরে বিভিন্ন আবাসিক এলাকায় বাসা ভাড়া বৃদ্ধি!

বন্দর প্রতিনিধি: নতুন বছর ২০২০ ইং সালে বন্দরে বিভিন্ন আবাসিক এলাকায় বাসা ভাড়া লাগামহিন ভাবে বৃদ্ধি পেয়েছে। এমনই অভিযোগ তুলেছে ভূক্তভোগী ভাড়াটিয়ারা। তারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, বন্দর রুপালী আবাসিক, আমিন আবাসিক, র‌্যালী আবাসিক, লেজারার্স ও একরামপুর ইস্পাহানী এলাকাসহ তার আশে পাশের এলাকাগুলোতে অন্যান্য বছরের তুলনায় ২০২০ ইং সালে বাসা ভাড়া অতিরক্ত ভাবে বৃদ্ধি পেয়েছে। অর্থ লোভী বাড়ী ওয়ালারা ভাড়াটিয়াদের বিভিন্ন ভাবে জিম্মি করে বছর গুরে এলে নানা অজুহাত দেখিয়ে ভাড়া বৃদ্ধি করে আসচ্ছে। বছর বছর বাড়ী ভাড়া বৃদ্ধি এখন বন্দরের ভাড়াটিয়াদের কাছে এক দুঃস্বপ্ন। এ ব্যপারে বন্দর বাড়িপারা এলাকার ডালিম হায়দার নামে এক ভূক্তভোগী ভাড়াটিয়া এ প্রতিনিধিকে জানিয়েছে, আমাদের বাড়ীওয়ালা বছর এলেই বিদুৎ, গ্যাসের অজুহাত দেখিয়ে বাড়ী ভাড়া বৃদ্ধি করে থাকে। তবে অন্যান্য বছরের তুলনায় ২০২০ ইং সালে বাসা ভাড়া অতিরক্ত ভারিেেছ। দুঃখের বিষয় হল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বর্তমানে আকাশচুম্বি। অল্প টাকায় কাজ করে সংসার চালিয়ে ঘর ভাড়া দিতে চরম ভাবে হিমশিম খেতে হচ্ছে। বাড়ীভাড়া নিয়ন্ত্রনের জন্য আইন রয়েছে। তবে ১৯৯১ সালের বাড়ীভাড়া আইনের কোন প্রয়োগ নেই। এমনি ভাবে বাড়ীভাড়া মনিটরিংয়ের কোন ব্যবস্থা নেই। তাই ভাড়াটিয়াদের স্বার্থ রক্ষার জন্য কেউ এগিয়ে আসে না। বন্দরের মোট জনসংখ্যার প্রায় ৩৫ শতাংশ হল ভাড়াটিয়া। অর্থলোভী বাড়ীওয়ালাদের যখন খুশি তখন বাড়ী ভাড়াবৃদ্ধি থেকে রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করি।