বন্দরে বিএনপির নেতা কাউমের দখলে রেলওয়ের বিপুল পরিমান সম্পত্তি

মো:সহিদুল ইসলাম শিপু: নারায়নগঞ্জ বন্দরে বিএনপির নেতা কাউমের দখলে রেলওয়ের বিপুল পরিমান সম্পত্তি। প্রায় বিশ বছর ধরে এই সম্পত্তি দখল করে ছ”মিলসহ বিভিন্ন দোকানপাট ও মার্কেট নি¤œান করে হাতিয়ে নিচ্ছে লখ লখ টাকা। স¤্রর্পতিক পাকা স্থাপন নির্মান করে বছরে হাতিয়ে নিচ্ছে ৫০ থেকে ৬০ লখ টাকা। এবাবেই সরকারী সম্পত্তি নামে বেনামে দখল হয়ে যাচ্ছে আর এসকল দখল নিয়ে প্রায় সময় দুই পক্ষের সংগর্স ঘটে। গত বৃহস্পতিবার সকালে মদনগঞ্জ বাস স্ট্যান্ডে সরজমিনে গিয়ে দেখা যায়, মদনগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় বাংলাদেশ রেলওয়ের সম্পত্তি অবৈধ দখলে। স্থাপন তৈরি করে তা বাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। একাধীক দোকানদার সাংবাদিকদের বলেন, এক একটি দোকান নিতে হলে ৪০ থেকে ৫০ হাজার টাকা অগ্রীম দিয়ে নিতে হয় এবং মাসে ৩ থেকে ৫ হাজার টাকা বাড়া দিতে হয়। এব্যাপারে এলাকাবাসী সাংবাদিদের বলেন, আমরা যানি এই সম্পত্তি রেলওয়ের, রেলওয়ের সম্পত্তি দখল করে অবৈধ ভাবে মার্কেট তৈরি করে কিভাবে বুজিনা। যে যেখানে পারছে হরিলোটের মত দখল করে নিচ্ছে দেশে কি সরকারী সম্পত্তি রক্ষা করার কেও নাই! রেলওয়ের সম্পত্তিতে প্রকাশে বিশাল মার্কেট করে লখ লখ টাকা হাতিয়ে নিচ্ছে। এখন আবার লোক মার্ফতে শুনি এই সম্পত্তি নাকি তাদের প্রতীক সম্পত্তি। এব্যাপারে বিএনপির নেতা কাউমের সাথে আলাপ কালে বলেন, এই সম্পত্তি রেলওয়ের না এই সম্পত্তি আমাদের প্রতীক সম্পত্তি। এই সম্পত্তি নিয়ে রেলওয়ের সাথে আমাদের আদালতে মামলা চলছে। এব্যাপারে বাংলাদেশ রেলওয়ের উপসচিব ইছরাফ রেজার সাথে আলাপ কালে বলেন, আমাদের উচ্ছেদ অভিযান চলছে বালাদেশের যেখানেই রেলওয়ের সম্পত্তি অবৈধ দখলে আছে আমরা সেখানে উচ্ছেদ অভিযান চালিয়ে রেলওয়ের জমি উদ্দ্যার করবো।