বন্দরে নাসিকের রাস্তা দখল করে দোকান স্থাপন

মো: সহিদুল ইসলাম শিপু: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড আওতাধীন শাহীমসজিদ খালপাড়ের রাস্থাটি অবৈধ ভাবে দখল করে স্থাপন তৈরি কওে চলাচলেন বিগ্ন ঘটাচ্ছে দোকানীরা। নাসিক ২১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় উন্নয়ণ হলেও শাহীমসজিদ খালপাড় এলাকাটি যেন অনুন্নতই রয়ে গেছে। বন্দর শাহী মসজিদ খালপাড় এলাকায় ৩০ফিট রাস্তা প্রশস্ত হওয়ার কথা থাকলেও কিছু অংশ আরসিসি ঢালাই বাকি থাকে। নাসিক ওই রাস্তাটি নিয়ে বিভিন্ন সময়ে উন্নয়ণমুলক প্লেন করলেও বাস্তবিক তা আর ফলায়িত হয়না। আর নাসিকের গাফিলতির সুযোগে স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করে কেউ কেউ সিটি কর্পোরেশনের ওই রাস্তার একপাশ দখল করে গড়ে তুলেছে অবৈধ দোকান ও গ্যারেজ। গত বৃহস্পতিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, শাহীমসজিদ খালপাড় এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তার একপাশ দখল করে মুদি দোকান, অটো গ্যারেজ, পিঠার দোকান, চায়ের দোকান, পানের দোকান দিয়ে অবাধে ব্যবসা করে আসছে। অবৈদ দখলিরা হলেন পেশাজীবী সংগঠন নামে একটি অরাজনৈতিক ক্লাব। এই সংগঠনের সভাপতি আমান মিয়া, আ’লীগ নেতা দাবীদার মোঃ সালাউদ্দিন মিয়ার মুদী দোকান, সামসু মিয়ার পিঠার দোকান, শংকরের পানের দোকান, কাউছারের চায়ের দোকান ও একটি মহিলার সব্জী দোকান। দীর্ঘদিন ধরে এই অবৈধ দোকানীরা অদৃশ্য শক্তির ইশারায় আবার কেউ কেউ নাসিক মেয়র ডা: সেলিনা হায়াত আইভী ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানের শক্তি প্রদর্শণ করে গড়ে তুলেছে পেশাজীবী সংগঠন নামে একটি ক্লাব। নাসিকের গাফিলতির কারনে অবৈধ দোকানীরা তাদের পৈত্রিক সম্পত্তী মনে করে দেদারসে ব্যবসা করে যাচ্ছে। নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। বৃদ্ধি পাচ্ছে কিশোর গ্যাং ও মাদক সেবীদের আড্ডাস্থল। এই অবৈধ দোকানীদের উচ্ছেদ করলেই এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি অনেকাংশে অপরাধ প্রবনতা কমে আসবে বলে মনে করছে সচেতন মহল। অথচ নাসিকের ২১নং ওয়ার্ডটি বন্দরের অত্যন্ত গুরুত্ববহ একটি ওয়ার্ড। এই ওয়ার্ডে অবস্থিত মেরিন টেকনোলজি,ডকইয়ার্ড, বন্দর থানা, প্রাচীণ আমলের সোনাকান্দা দূর্গ, ঐতিহ্যবাহী শাহী জামে মসজিদ, বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ৯নং কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়, বন্দর পল্লীবিদ্যুৎ অফিস, সাধারন পাঠাগার, নগর মাতৃসদন হাসপাতাল, আধ্যাতিক সাধক ছালে বাবা ইয়ামেনের মাজার। এ ব্যাপারে নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকারের মুঠোফোনে আলাপকালে তিনি জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জায়গা দখলকারী দোকানীরা বেশি দিন টিকতে পারবেনা। শহর সুন্দর রাখতে নাসিক’র সব ধরনের প্রস্তুতি রয়েছে। ২১নং ওয়ার্ডসহ প্রতিটি স্থানে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। শাহী মসজিদ খালপাড় এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তার একপাশ দখলদারদের একবার সতর্ক করে দেয়া হয়েছে। তারা তাদের মালামালসহ দোকান পাট অন্যত্র নিয়ে যাবে। সিটি কর্পোরেশনের রাস্তায় কেউ কিছু রাখতে পারবেনা। আমি মেয়র মহোদ্বয়কে সুপারিশ করেছি শাহী মসজিদ খালপাড় এলাকার রাস্তার একপাশে শিশুদের বিনোদনের জন্য একটি পার্ক করে দিতে। খুব শীঘ্রই এই এজেন্ডা বাস্তবায়ন হবে। ওয়ার্ডবাসীর চলাচলে সুন্দর নগরী উপহার দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।