বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল এন্ড ক্যাডেট একাডেমীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত

বন্দর প্রতিনিধ: নারায়ণগঞ্জ বন্দরে এই প্রথম শিক্ষা প্রতিষ্ঠান টাঙ্গাইল মডেল স্কুল এন্ড ক্যাডেট একাডেমীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত। গত বৃহস্পতিবার সকালে বন্দর আমিন আবাসিক এলাকায় এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল মডেল স্কুল এন্ড ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ মো: আলামিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেস টাঙ্গাইল মডেল স্কুল এন্ড ক্যাডেট একাডেমীর চেয়ারম্যান ও বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন খান কমল। অনুষ্ঠানে প্রধাণ অতিথি কমল খান বলেন, আমি আশা করি টাঙ্গাইল মডেল স্কুল এন্ড ক্যাডেট একাডেমী নতুন এই শিক্ষা প্রতিষ্ঠান বন্দরের শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে পারবে। এই প্রতিষ্ঠান দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের তাদের অভিষ্ট লক্ষ্যে পৌছাতে সহায়তা করবে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রয়োজন তাই টাঙ্গাইল মডেল স্কুল এন্ড ক্যাডেট একাডেমীর এ আয়োজন। আমি আমার টাঙ্গাইল মডেল স্কুল এন্ড ক্যাডেট একাডেমীর শিক্ষকদের কাছে অনুরুদ করি বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মত খিয়াল করে শিক্ষা দিবেন। টাঙ্গাইল মডেল স্কুল এন্ড ক্যাডেট একাডেমীতে শিক্ষা গ্রহন করে দেশ ও জাতির স্বার্থে আগামী দিনে এদেশের হাল ধরতে পারে। বিদ্যালয়ের সহকারী অধক্ষ রেধুয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ, বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি কবির হোসেন, নারায়নগঞ্জ মহানগর শ্রমীকলীগের সহ-সভাপতি আলী হোসেন, আ: রভ লাভূ, সেলিম দেওয়ান, সোহেল খান, কাজী বাদলসহ টাঙ্গাইল মডেল স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী।