বন্দরে খান মাসুদের উদ্যোগে যানজট মুক্ত কর্মসূচি পালিত

বন্দর প্রতিনিধি: বন্দরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এস.এস.সি. পরিক্ষার্থীদের নির্বিঘেœ চলাচল সুবিধার্থে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে যানজট মুক্ত কর্মসূচি পালিত হয়েছে। ৩ জানুয়ারি (সোমবার) সকালে যানজট মুক্ত ধারাবাহিক এ কর্মসূচির প্রথম দিনে প্রায় ১‘শ স্বেচ্ছাসেবী কর্মী নিয়ে নাসিক ২২নং ওয়ার্ডস্থ বন্দর বাজার মোড় ও গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বঙ্গবন্ধু ও শামীম ওসমানের ছবি সংযুক্ত ছাপা গেঞ্জি পরিধান করিয়া ট্রাফিকের ভুমিকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে যুবলীগ নেতা খান মাসুদ সাংবাদিকদের জানান, আমি ২০১৯ সাল থেকে এস এস সি পরিক্ষার্থীদের জন্য যানজট মুক্ত এ কর্মসূচি পালন করে আসছি। বন্দরের সবচেয়ে ব্যস্ততম বন্দর বাজার ও গার্লস স্কুল সংলগ্ন সড়কটি সাধারণত এমনিই প্রতিদিন এ সময়টিতে যানজট লেগে থাকে। কারন সকালে একিইতো কর্মজীবি মানুষের অফিস টাইম ও শিক্ষর্থীদের স্কুল কলেজে যাওয়ার টাইম তাই এসময়টা সব সময় এখানে জ্যাম লেগে থাকে। আমি ভাবলাম এস এস সি পরিক্ষার্থীদের জন্য কিছু একটা করা দরকার। সে হিসেব মিলেয়ে দেখি অন্ততপক্ষে পরিক্ষা চলাকালনি সময় যদি আমরা সড়কে যানবাহনগুলো যানজট মুক্ত রাখতে পারি তাহলে পরিক্ষার্থীরা তাদের সময় মতো পরিক্ষার হলে পৌঁছাতে পারবে। কারন ওরাইতো এদেশের ভবিষ্যৎ। আগামীতে ওরাইতো এদেশ পরিচালনা করবে। তাই আমি সিদ্ধান্ত নেই যানজট মুক্ত এ কর্মসূচির। তিনি বলেন, এমনিতেই আমি সব সময় জনগণের কল্যানে কাজ করার চেষ্টা করি। আমার রাজনীতির আদ্দেশ্যই জনগণের জন্য কাজ করা। বঙ্গবন্ধু তাঁর জীবনের সব সময়টুকু কাটিয়েছে জনগণের জন্য কাজ করে। আমরাতো তাঁর আদর্শে আদর্শিত হয়ে রাজনীতি করছি। আজকের এই যনজট মুক্ত কর্মসূচি জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষীকি উপলক্ষে বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করলাম। খান মাসুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজের জীবনের মায়া ত্যাগ করে এদেশ ও এদেশর মানুষের ভাগ্য উন্নয়নে যেভাবে কাজ করে যাচ্ছেন বাংলার মানুষ এখন তাঁর সুফল পাচ্ছে। আমার নেতা জননেতা আলহাজ¦ এ.কে.এম শামীম ওসমান ভাই সবসমই আমাদেরকে বলেন জনগণের কল্যানে কাজ করো। রাজনীতি মানেই জনগণের পাশে থাকা ও তাদের কল্যানে কাজ করা। আমি আমার নেতার কথায় উৎসাহিত হয়ে সবসময় চেষ্টা করি জনগণের পাশে থাকতে। আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি সবসময়ই মানুষের কল্যানে কাজ করে যাব ইনশাআল্লাহ। এব্যাপারে পরিক্ষার্থীর গার্ডিয়ান রোমন বলেন, খান মাসুদ ভাই যে উদ্যোগ নিয়েছে নিঃসন্দেহে এটি একটি খুব ভালো কাজ। রাজনীতি করতে হলে এভাবেই জনগণের জন্য কাজ করতে হয়। রাজনীতিতো অনেকই করে জনগণের কল্যানে কয়জন নেতা কাজ করে। দেশের রাজনীতিতে খান মাসুদের মতো নেতা প্রয়োজন। যানজট মুক্ত ধারাবাহিক কর্মসূচির প্রথম দিনে স্বেচ্ছাসেবী হিসেবে ট্রাফিকের ভুমিকায় সড়কে দায়িত্ব পালন করেছে, বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, মোঃ শেখ মমিন, মোঃ সানি, হোসেন, বাবু মোল্লা, কামাল , মিলন, রাজুআহমেদ, রাজিব, মোখলেছ, সাদ্দাম হোসেন, নুরুজ্জামান, আমানুল্লা, নান্টু, আল-আমিন,রিয়াদ,অনিক হাসান, নিবির, রিয়াদ হোসেন, প্রান্ত, রকিব, ইউসুফ, রাফি, রাব্বি, পারভেজ প্রমুখ।