বন্দরের হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বিশৃংখলার মধ্যদিয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

মো:সহিদুল ইসলাম শিপু: বন্দরের হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে কঠোর নিরাপত্তার মধ্যে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হলেও প্রার্থী তার ভোট দিতে পারেনি। গতকাল শুক্রবার দিন ব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকালে উৎসব মূখর ও বিকালে হট্টগোলের মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৯৪৭ জন ভোটারের মধ্যে ৬৫৮ জন ভোট প্রদান করেন এবং ৩১টি ভোট বাতিল হয়। প্রার্থীরা হলেন ১ নং প্রতীকে আনোয়ার, ২ নং প্রতীকে ইমরান হোসেন ইমু, ৩ নং প্রতীকে জাকির হোসেন, ৪ নং প্রতীকে কাজী জহির, ৫ নং প্রতীকে নাসির উদ্দিন, ৬ নং প্রতীকে মকবুল হোসেন মাসুম, ৭ নং প্রতীকে মোজাম্মেল হক, ৮ নং প্রতীকে মহিউদ্দিন ও ৯ নং প্রতীকে মোঃ হানিফ প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থী হানিফ মিয়া জানান, তার প্রতীক নং ৯, তার ভোটান নং ৪৫৮। তিনি দুপুরে ২ নং বুথে ভোট দিতে গিয়ে দেখেন তার ভোট দেয়া হয়ে গেছে। এছাড়া জাল ভোট দিতে এসে সালাম নামে একজন হাতে নাতে ধরা পরে। পরে পুলিশ তাকে কেন্দ্র থেকে বের করে দেয়। বিকেলে ২ ও ৩ নং প্রার্থীর সমর্থকদের মধ্যে হট্টগোল শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার বন্দর উপজেলা মাদ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিন বিজয়ীদের নাম ঘোষণা করে। ১নং প্রতীকে আনোয়ার হোসেন ২৫৭ ভোট পেয়ে প্রথম, ৬নং প্রতীকে মো: মকবুল হোসে ২৪৮ ভোট পেয়ে ২য়, ৫নং প্রতীকে মো: নাছির উদ্দিন ২৩৫ ভোট পেয়ে ৩য় ও –৩নং প্রতীকে মো: জাকির হোসেন ২১৮ ভোট পেয়ে ৪র্থ স্থান অধিকার করেন। পরে বিজয়ী প্রার্থীরা বিজয় মিছিল বের করে।