বদলগাছীতে শেখ মুজিবুর রহমানের জন্ম দিন ও শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

বুলবুল আহম্মেদ বুলু
বদল গাছী-নওগাঁ-প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ৭দিন ব্যাপি মেলার উদ্বোধন।
১৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় কেক কাটার মধ্যে দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। বিভিন্ন অনুষ্ঠান সুচি দিয়ে সাজানো মেলা চলবে ৭দিন ব্যাপি। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মেলায় ৪০টি স্টলে অংশ গ্রহণ করেছে প্রশাসনিক দপ্তর সহ অনেক সেবা মুলক প্রতিষ্ঠান। এরি ধারাবাহিকতায় আজ উদ্বোধনি দিনে ছিল বঙ্গবন্ধুর জীবনি ও শিশু দিবস নিয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন,থানা অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আবু খালেদ বুলু, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল হাসান তিতু, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী রাহেলা চৌঃ মহিলা যুব আওয়ামী লীগ সভানত্রী মমতাজ বেগম প্রমুখ।
যার জন্ম নাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। সেই মহান নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তৃতা গন বঙ্গবন্ধুর বিভিন্ন বিষয় আলোকপাত করেন।