বদলগাছীতে ট্রাকের দখলে গ্রামীণ সড়ক ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ 

বুলবুল আহমেদ , ( বুলু) বদলগাছী নওগাঁ প্রতিনিধি:
 নওগাঁর বদলগাছী উপজেলার মূল সড়কগুলো মাটি আর বালু বাহী ট্রাক-পিকআপের দখলে। যার ফলে ধূলা-বালিতে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ পথচারীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের জাবারিপুর এলাকার রাস্তাঘাট ঘুরে দেখা যায়, রাস্তার উপর লেপে আছে মাটি আবরণ। ঐ এলাকায় ইটের দু’টি ব্রিকফিল হওয়ায় মাটির গাড়ি থেকে মাটি পড়ে রাস্তার এই বেহাল দশা হয়েছে বলে জানান স্থানীয়রা। উপজেলার মথরাপুর ইউনিয়নের দক্ষিণ লালুকা বাড়ি গ্রামের ভেতর মাটির  ট্রাকে নাকাল অবস্থা এলাকাবাসীর। একদিন ১৫/২০ টি মাটির  গাড়ি এই রাস্তাগুলো দিয়ে চলাচল করে বলে জানিয়েছেন স্থানীয়রা।
গোবরচাপা  রাস্তার নিয়মিত যাত্রী মিজানুর রহমান বলেন, কিছুদিন আগে বৃষ্টি হয়েছিলো যে সময় কাজির মোড় মোড়  থেকে জবারী পুর যাওয়ার রাস্তাটা মাটির কারণে একিবারে পিচ্চিল হয়ে যায়। সিএনজিসহ অন্যান্য যান চালকদের খুব সথর্ক হয়ে গাড়ি চালাতে হয়। রাস্তায় পিচ্চিল খেয়ে কয়েকজন বাইকচালক আহত হয়েছে বলেও তিনি জানান।
দক্ষিণ লালুকা বাড়ি  গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, তিন ফসলী কৃষি জমি চিরুনি পরিবর্তন না করে  কিছু অসাধু দালাল চক্র   মাটি কেটে ওখান থেকে ট্রাক ভর্তি করে গ্রামের ভেতরে রাস্তা দিয়ে বিভিন্ন ইটভাটায়  নেওয়া হয়। যার কারণে সারা রাস্তা মাটি আর বালি  হয়ে গেছে। পথচারী এবং শিক্ষার্থীরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রাকের ধূলায় মলিন হয়ে যায় তাদের পোষাক