বঙ্গবন্ধু বিপিএল অংশ নেওয়া সাতটি দল পেল তাদের পছন্দের প্লেয়ার

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বঙ্গবন্ধু বিপিএলের লোগো উন্মোচন করা হয়। সেই সাথে ঘোষণা করা হলো সপ্তম আসরে বঙ্গবন্ধু বিপিএল এ অংশ নেওয়া দলের নাম গুলো। বঙ্গবন্ধু বিপিএল কাঁপানোর জন্য নিধারণ করা সাত দলের নাম ঃ ১. যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন ২. চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৩. প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স ৪. সিলেট থান্ডার্স ৫. রংপুর রেঞ্জার্স ৬. রাজশাহী রয়েলস ৭. কুমিল্লা ওয়ারিয়র্স । রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফট এবারের আসরে বঙ্গবন্ধু বিপিএল এ অংশ নিতে যাওয়া ৭টি দল তাদের পছন্দ মতো দেশি-বিদেশি ক্রিকেটারদের বাছাই করে নিয়েছে। একনজরে দেখে নিন সাত দলে ডাক পাওয়া দেশি-বিদেশি ক্রিকেটারদের তালিকা যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন: দেশি প্লেয়ার: মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, এনামুল হক, হাসান মাহমুদ, মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, রাকিবুল হাসান, জাকের আলী অনিক। বিদেশি প্লেয়ার: থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলী, লুইস রেস, শহীদ আফ্রিদি। প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স : দেশি প্লেয়ার: মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, অ্যালিস আল ইসলাম, তানভীর ইসলাম। বিদেশি প্লোয়ার : রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবউল্লাহ জাদরান, রাহমানউল্লাহ গুরবাজ। রাজশাহী রয়েলস: দেশি প্লেয়ার: লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ রাহী, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালি, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, মোহাম্মদ নাওয়াজ, মিনহাজুল আবেদিন আফ্রিদি, নাহিদুল ইসলাম। বিদেশ প্লেয়ার: রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান। রংপুর রেঞ্জার্স : দেশি প্লেয়ার : মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরি, সঞ্জিত সাহা বিদেশি প্লেয়ার : মোহাম্মদ নবী, শাই হোপ, লুইস গ্রেগোরি, ক্যামেরন দেলপোর্ত। সিলেট থান্ডার্স: দেশি প্লেয়ার : মোসাদ্দেক হোসেন সৈকত , মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন, রুবেল মিয়া । বিদেশি প্লেয়ার: শেরফেইন রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক, নাভিন-উল-হক, জনসন চার্লস, জীবন মেন্ডিস। কুমিল্লা ওয়ারিয়র্স : দেশি প্লেয়ার : সৌম্য সরকার, আল আমিন হোসেন (জুনিয়র), ইয়াসির আলী চৌধুরি, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন, সুমন খান, ফারদিন হোসাইন অ্যানি। বিদেশি প্লেয়ার : কুশল পেরেরা, মুজিব-উর-রহমান, ডাভিদ মালান, দাসুন শানাকা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : দেশি প্লেয়ার : মাহমুদউল্লাহ রিয়াদ , ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী। বিদেশি প্লেয়ার : ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিশকা ফার্নান্দো, রায়াদ এমরিট, রায়ান ব্রুল, ইমাদ ওয়াসিম।