বঙ্গবন্ধু গ্রীন ক্যাম্পাসে মানবতার মিলনমেলা

নাদির আহমেদ পারভেজ: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের ছাদে প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিনের তৈরি বঙ্গবন্ধু গ্রীন ক্যাম্পাসে মানবতার মিলন মেলার আয়োজন করা হয়েছে।মঙ্গলবার (৯ মার্চ) দুপুরের দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন আনুষ্ঠানিক ভাবে এ মিলনমেলার উদ্বোধন করেন।

হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিনের সঞ্চালনায় ও গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি একেএম রিপন আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ফকির, গোসিংগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মোঃ আসাদুজ্জামান,স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক আহমদ আলী প্রধান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ ফকির, হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের সভাপতি খন্দকার মোঃ ওবায়েদ উল্লাহ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, বরমা ইসলামীয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, গোসিংগা ইউপি সদস্য আসাদুজ্জামান বাবু, এশিয়ান টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি কবির সরকার, নিউজ ২৪ টেলিভিশনের প্রতিনিধি আল আমীন, দৈনিক আমার সময়ের শ্রীপুর প্রতিনিধি আফসার উদ্দিন আহমেদ, শ্রীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমান উল্লাহ, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দৈনিক দেশকালের শ্রীপুর প্রতিনিধি রাতুল মন্ডল, দৈনিক জবাবদিহির শ্রীপুর প্রতিনিধি তাইজুল ইসলাম সানী, দৈনিক তৃতীয় মাত্রার শ্রীপুর প্রতিনিধি আরিফ মন্ডল,সরেজমিন বার্তার শ্রীপুর প্রতিনিধি জোনায়েদ আকন্দ,দৈনিক প্রতিদিনের সংবাদের শ্রীপুর প্রতিনিধি আশরাফুল ইসলাম,সাংবাদিক রমজান আলী, সাংবাদিক আরিফ প্রধান, আসাদুজ্জামান বিপু,ইকবাল হোসেন দৈনিক এই আমার দেশ শ্রীপুর প্রতিনিধি নাদির আহমেদ (পারভেজ),ওয়াশিমসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন তার বক্তব্যে বলেন, ছাদের উপর প্রধান শিক্ষকের উদ্যোগে এমন একটি সুন্দর বাগান যা কল্পনা করা যায়না। এটি নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয় প্রচেষ্ট। যেখানে ফল ও ফুলে পরিপূর্ণ হয়ে রয়েছে। এ উপজেলায় বিদ্যালয় ছাদে বাগান সৃজনের এটা প্রথম দৃষ্টান্ত।