বগুড়া আদমদীঘিতে বিধিনিষেধ অমান্য করায় মোবাইল কোর্টে জরিমানা

হুমায়ুন আহমেদ, আদমদীঘি (বগুড়া) থেকেঃ
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধ (লকডাউন) অমান্য করায় বগুড়ার আদমদীঘিতে ৬টি মামলায় ৬হাজার টাকা মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী মাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় সান্তাহার সোনার বাংলা মার্কেটের আদিল গামেন্টসের ১৫শ টাকা, জিহান কসমেটিকস ২হাজার, জুনায়েদ খেলাঘর ২হাজার এবং পূর্ব ঢাকারোড এলাকার মাক্স বিহীন চলাফেরা করায় ৩ পথচারীকে ৫শ টাকাসহ মোট ৬হাজার টাকা মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে। সরকারের বিধিনিষেধ মানতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়।