বকশিগঞ্জে ৮০ জন প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে চলতি অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন প্রদর্শনী, মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে ৮০ জন কৃষককে মাসকালাই বীজ ও ৩০ জন কৃষককে পাটবীজ ও প্রত্যেকের মাঝে সার বিতরণ করা হয়।

সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর আজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনুপ সিংহ ,উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিলসহ বিভিন্ন এলাকার কৃষকরা।