ফ্রাইলিঙ্ক তোপে ধুঁকছে রংপুর

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। চিটাগং ভাইকিংসের প্রোটিয়া অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্কের বোলিং তোপে মাত্র ১৪ রানে ৪ উইকেট হারিয়েছে রংপুর।

দলীয় ৩ রানের মাথায় ১ বলের ব্যবধানে অ্যালেক্স হেলস ও মোহাম্মদ মিঠুনকে সাজঘরে ফেরান ফ্রাইলিঙ্ক। এরপর দলীয় ১০ রানের মাথায় রাইলি রুশোকে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দী করেন আবু জায়েদ রাহী। রংপুরের দুর্দশা আরও প্রকট করেন ফ্রাইলিঙ্ক। দলীয় ১৪ রানের মাথায় আবারও আঘাত হানেন তিনি। ওপেনার মেহেদী মারুফকে সাজঘরে ফিরিয়ে ম্যাচে চিটাগংয়ে একাধিপত্য বিস্তার করেছেন এই প্রোটিয়া।

এই রিপোর্ট লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ ৬ ওভারে ৪ উইকেটে ২৪ রান। বেনি হাওয়েল ৮ ও রবি বোপারা ৬ রানে অপরাজিত আছেন।

আজকের ম্যাচে চিটাগংয়ের হয়ে মাঠে নেমেছেন মোহাম্মদ আশরাফুল। এই ম্যাচ দিয়ে আবারও বিপিএলে প্রত্যাবর্তন করলেন আশরাফুল।

রংপুর রাইডার্স: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রবি বোপারা, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, ফরহাদ রেজা, সোহাগ গাজী, মেহেদি মারুফ, অ্যালেক্স হেলস, রিলে রুশো, বেনি হাওয়েল, নাজমুল ইসলাম

চিটাগং ভাইকিংস: মুশফিকুর রহিম (অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, আবু জায়েদ রাহী, সিকান্দার রাজা, রবি ফ্রাইলিংক, মোহাম্মদ শেহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, খালেদ আহমেদ, সানজামুল ইসলাম