ফরিদপুরে গভীর শ্রদ্বার সাথে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

মোঃমাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর প্রতিনিধি:  স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।রবিবার এ দিবসকে ঘিরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি-বেসরকারি, আধা-সরকারি,স্বায়ত্তশাসিত, শিক্ষা প্রতিষ্ঠান,এনজিও, ব্যবসা প্রতিষ্ঠানের ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়। এরপর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,কালো ব্যাজ ধারণ,আলোচনা সভা, ছাড়াও মসজিদ মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা,বঙ্গবন্ধুর প্রতিকৃতি অংকন ও রচনা প্রতিযোগিতা ,পুরস্কার বিতরণ।এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শোক, শ্রদ্ধায়, স্মরণ করতে সর্বস্তরের জনতার ঢল নামে।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড, সুবল চন্দ্র সাহা, সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, এফবিসিসিআই সাবেক সভাপতি ও জেলা আঃলীগের সহ-সভাপতি এ,কে আজাদ,জেলা আঃলীগের সহ- সভাপতি শামিম হক, পৌর মেয়র অমিতাব বোস এফবিসিসিআই এর পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝরনা হাসান,সহ প্রমূখ।