প্রশংসা পত্রের মুল্য একহাজার টাকা ?

মোস্তাফিজুর রহমানের লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনাহাট মোস্তফাবিয়া কামিল মাদরাসার দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে প্রশংসাপত্রের জন্য বাড়তি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, মাদ্রাসা থেকে প্রশংসাপত্র নেওয়ার জন্য এক হাজার টাকা নির্ধারণ করে দিয়েছেন প্রতিষ্ঠান।নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলে, প্রশংসাপত্রের জন্য আমাদের কাছ থেকে এক হাজার টাকা চেয়েছেন। আমরা প্রশংসা পত্র না নিয়ে চলে এসেছি।’আরেক শিক্ষার্থী বলে, টাকা সংগ্রহ করতে পারিনি, প্রশংসাপত্র এখনও পাইনি। কলেজে ভর্তি নিয়ে চিন্তায় আছি।এক দিনমজুর অভিভাবক বলেন, ‘দিনে যত টাকা আয় করি, তার চেয়ে বেশি প্রশংসা পত্রের দাম। এত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না।’এ বিষয় কথা হলে কাকিনাহাট মোস্তফাবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ সাহেদার রহমানবলেন, ‘এ পর্যায়ের যে সকল শিক্ষার্থী চলে গেছে তাদের কাছে বেশি নেওয়া হয়। শিক্ষার্থীদেরকে এক হাজার টাকা করে দিতে হবে। তিনি আরও বলেন, প্রশাংসা পত্রের টাকা নেওয়ার নিয়ম আছে।কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসান জানান, ‘অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।