প্রধানমন্ত্রীর বিশেষায়িত প্রকল্পের বিদ্যালয় ভবন দখল

মোস্তাফিজুর রহমান মোস্তাফা লালমনিরহাট প্রতিনিধি: প্রধানমন্ত্রীর বিশেষায়িত ১৫০০ প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় বিলুপ্ত ছিটমহলে নির্মিত চারটি বিদ্যালয় ভবন দখল করার অভিযোগ উঠেছে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিলুপ্ত ছিটমহল ৮ নং ভোটবাড়ী, ১৪ নং লতামারী, ২১ নং পানিশালা ও ১১৯ নং বাঁশকাটা বিদ্যালয় বিহীন এলাকায় ২০১৫- ১৬ ও ২০১৬- ১৭ অর্থবছরে চার কক্ষ বিশিষ্ট ভোটবাড়ী, খিদির বকস্ লতামারী, হাজী ছলেমান কবিরন ও বাঁশকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে ভবন নির্মাণ করা হয়। অভিযোগ উঠেছে, নির্মাণের পরপরই সরকারি ওই বিদ্যালয় গুলো স্থানীয় বেসরকারী শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি দাপট দেখিয়ে বাঁশকাটা, মৌলভী খিদির, ছলেমান কবিরন নগর ও আজিজুল নগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে দখল করে। সরকার নির্মিত প্রাথমিক বিদ্যালয় ভবন অবৈধ দখলমুক্ত করতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চলতি বছরের জুলাই মাসে ওই বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে চিঠি প্রদান করে। কিন্তু কোনো কাজ হয়নি। বরং ৪/ ৫ বছর আগে স্থাপিত বেসরকারী বিদ্যালয়ের নামে চলছে এলোমেলো শ্রেণিপাঠ। কাগজে কলমে অনেক শিক্ষার্থী দেখানো হলেও শিক্ষার্থীদের উপস্থিতি নগন্য। শিক্ষকদের দাবি উপবৃত্তি ও স্কুল ফিটিং না থাকায় শিক্ষার্থী উপস্থিতি কম। নির্মাণ সম্পন্নের পরই সংশ্লিষ্ট ঠিকাদার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট বিদ্যালয় ভবন গুলো হস্তান্তর করার বিধান থাকলেও রহস্যজনক কারণে তা করা হয়নি। ওই বিদ্যালয় গুলোতে সরকারী পরিপত্র অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া ও শ্রেণিপাঠ পরিচালনা করার নিয়ম। কিন্তু দীর্ঘ দিনেও শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। ফলে অযতœ অবহেলায় বিদ্যালয় ভবন ও ব্রেঞ্চ গুলো অরক্ষিত হয়ে রয়েছে। অভিযোগ রয়েছে, নিয়ননীতির তোয়াক্কা না করেই বিলুপ্ত ছিটমহলে নির্মিত বিদ্যালয়ে পূর্বে বেসরকারি বিদ্যালয় প্রতিষ্ঠিত দেখিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষক। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক বলেন, ‘বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক ও কতিপয় দলীয় নেতা আমাদেরকে নিয়োগ দেন। আমরাই নিয়োগ পাব। সরকারি শিক্ষক নিয়োগ নির্দেশনা এ সকল বিদ্যালয়ে বাস্তবায়ণ হতে দেওয়া হবে না নিশ্চিত করায় আমরা সেই আশায় রয়েছি।’ ছলেমান কবিরন নগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আলম বলেন, ‘অবশ্যই অবৈধভাবে ছিলাম না। নাই। বেসকারি যে বিদ্যালয়টি ছিল সেখানে ভবন হয়েছে। আগের টিও, এটিও স্যার অনুমোদন দিয়েছিল।’ খিদির বকস্ লতামারী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজার রহমান বলেন, ‘টাকা নিয়ে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। কেউ বলতে পারবে না। শিক্ষকরা টিও, এটিওকে ম্যানেজ করছে, ঢাকা গেছে তারা নিজেরাই খরচ করেছে।’ জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম নবী বলেন, ‘সরকার অনেক টাকা খরচ দিয়ে ভবন করে দিয়েছে। ওগুলো দখল করে রাখতে পারবে না। আমি বিষয়টি জানতে পেরে পাটগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে শোকজ করেছিলাম। জবাব পেয়েছি। কিছুটা গাফিলতিও ছিল। সরকারি নিয়ম অনুযায়ী ওই বিদ্যালয় গুলোতে সরাসরি শিক্ষক নিয়োগ দেওয়া হবে।’