প্রত্যাহারেই শেষ নয়, দৃষ্টান্ত চাই স্লোগানে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে নির্যাতনকারী জেলা প্রশাসক সুলতানা পারভীন, নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ১ ঘন্টার মানববন্ধন করেছে নীলফামারী মফস্বল সাংবাদিক ফোরাম।
আজ সোমবার দুপুরে স্থানীয় স্মৃতি অম্লান চত্বরে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ মানববন্ধনে গণমাধ্যম কর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দ অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, এ ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত জেলা প্রশাসক সুলতানা পারভীনকে প্রত্যাহার করে নিলে হবে না, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনিসহ তাকে সহায়তাকারীদের দৃষ্টান্তÍমুলক শাস্তির আওতায় আনতে হবে। এতে বক্তব্য রাখেন, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তাহমিন হক ববি, আর টিভির জেলা প্রতিনিধি হাসান রাব্বী প্রধান, দেশ টিভির জেলা প্রতিনিধি আব্দুল বারী,পৌর আওয়ামী লীগ সভাপতি মসফিকুল রহমান রিন্টু, সিপিবির সভাপতি শ্রীদাম দাস সহ আরো অনেকে। সন্চলনায় ছিলেন মফস্বল সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি নুর আলম।অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন, এটি এন নিউজ”র জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি বিজয় চক্রবর্তী, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ইসরাত জাহান পল্লবী, নিউজ টুয়েন্টিফোর টিভির জেলা প্রতিনিধি আব্দুর রশীদ, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, কেটিভি বাংলার জেলা প্রতিনিধি মনিরুজ্জামান লেবু, পল্লী টিভির জেলা প্রতিনিধি আব্দুল মালেক সহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকগন।