প্রতারনার নতুন ফাঁদ লোন এপস

মোঃ মাহাবুব আলম
চট্টগ্রাম বিভাগীয় ব্যাুরো প্রধান

প্রতারনার নতুন ফাঁদ লোন এপস, রাজধানীসহ সারা দেশেই বিভিন্নভাবে মানুষ প্রতারিত হচ্ছে। প্রতারনার রয়েছে বিভিন্ন নামও। ডিজিটাল যুগ, মানুষ এখন স্মার্ট ফোনেই পুরো দুনিয়া হাতের মুঠোয় নিয়ে পরিচালনা করছেন। মানুষের কাজকে করেছে যেমন সহজ। ঠিক তেমনি প্রতারিত ও হচ্ছে খুব সহজে। বর্তমানে ইন্টারনেটে এমন অনেক অ্যাপ রয়েছে যারা সস্তায় ঋণের প্রতিশ্রুতি দেয়।

কিছু অ্যাপ কার্যকর হলেও বেশিরভাগই ভুয়ো। ঋণ দেওয়ার নামে প্রতারণার ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেয়। সম্প্রতি এই ধরনের অ্যাপ থেকে প্রতারণার একাধিক ঘটনা জানা গিয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে প্রতারনার পন্থাগুলোও হচ্ছে ডিজিটালাইজড। বর্তমানে প্রতারক চক্র নতুন এক ফাঁদ পেতেছে অনলাইন দুনিয়ায়। প্রতারনার নতুন নাম লোন এপস / অনলাইন লোন।

যেখানে আপনি আপনার ব্যাক্তিগত বা ব্যাবসায়িক কাজে টাকার দরকার হলে সামান্য কিছু প্রশ্ন বা নরমাল ডুকুমেন্ট সাবমিটের মাধ্যমে সেখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন। এপসে আপনি টাকা দেখতেও পারবেন। এমন সহজ সুযোগ কেই বা হাত ছাড়া করতে চায়, লোন পাবার এই সহজ পন্থাটাকে সবাই সহজেই লুফে নেন. বুজতে পারেনা সামনে তার জন্য কত বড় ক্ষতি অপেক্ষা করতেছে. ক্ষতিও এখানে কয়েক ধরনের হয়ে থাকে। আর্থিক ক্ষতি, এবং সামাজিক ক্ষতি। আর্থিক ক্ষতির দিকেই প্রতারক চক্র বেশি নজর দিয়ে থাকে। যারা একটু বড় মাপের প্রতারক তাদের চিন্তা আবার ভিন্ন।তারা ছোটখাটো অর্থের দিকে নজর না দিয়ে অন্যভাবে সামাজিক ক্ষতির ভয়ভিতি দেখিয়ে মোটা অংকের টাকা হাতানোর ধান্দায় থাকে।

কারন তারা ডুকোমেন্ট নেয়ার মাধ্যমে গ্রাহকের ফোন বা ব্যাংকের এক্সেস নিয়ে নেয়। সেটা দিয়েই তারা পরবর্তিতে তাদেরকে ঘায়েল করে। এরকম অসংখ্য গল্প আমার আপনার আশেপাশেই অহরহ হচ্ছে।