পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে: ইসি

পৌরসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আলমগীর।সোমবার (২৮ ডিসেম্বর) ভোটগ্রহণ শেষ হওয়ার পর পরই সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ১ম দফায় ২৪ পৌরসভায় নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে।

দেশের ২৪ পৌরসভায় সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। ভোটগ্রহণ শুরুর প্রথম দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটার। সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রদান করেন ভোটাররা।

এবারই প্রথমবারের মতো পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটাররা যেমন নতুন উদ্দীপনায় ভোট দিয়েছেন তেমনি অনেক স্থানে এই মেশিনে ভোট দিতে গিয়ে বিপাকে পড়েন ভোটাররা।নির্বাচনে এখন পর্যন্ত দুটি পৌরসভায় ফলাফল পাওয়া গেছে। দুটিতেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।