পুলিশ সুপার কর্তৃক সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচনে খসড়া তালিকাভূক্ত সাংবাদিকদের মিলন মেলা

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা ঃ সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচনে খসড়া ভোটার তালিকায় সংযুক্ত সদস্যদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে মত বিনিময় সভায় খসড়া ভোটার তালিকা ভূক্ত সাংবাদিকদের উপস্থিতিতে মিলন মেলায় পরিনত হয়। মত বিনিময় সভায় দৈনিক দৃষ্টিপাতক সম্পাদক জিএম নূর ইসলাম বলেন সাতক্ষীরা প্রেসক্লাবে নিয়ে জেলা ও দায়রা জজ আদালতের যুগান্তকারী আদেশের সঠিক ভাবে বাস্তবায়ন করায় আমরা আজ এক সাথে হতে পেরেছি। প্রেসক্লাবে সাংবাদিকদের মধ্য গণতান্ত্রিক চর্চার পথ উন্মোচিত হয়েছে। সাংবাদিকদের মধ্যে আশার স ার হয়েছে। তিনি আরো বলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসকের প্রতিনিধি, ডিজিএফআই, এনএসআই প্রতিনিধি, জেলা নির্বাচন অফিসার দীর্ঘ সময় ধরে যাচাই বাছাই করে প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রকাশ করেছেন। আমরা সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে যাচাই বাছাই কমিটিকে ধন্যবাদ জানাই। অন্যান্য বক্তারা বলেন একটি স্বার্থন্বেষী মহল নিজেদের ক্ষমতা কুক্ষিগত রাখতে দীর্ঘদিন ষড়যন্ত্র করে আসছিল। তাদের আসল চরিত্র সকলের কাছে পরিস্কার হয়ে গেছে। প্রকৃত সাংবাদিকরা আজ ঐক্যবদ্ধ হয়েছে। সকল অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাড়ানো হবে। সাতক্ষীরা প্রেসক্লাবকে কোন গোষ্ঠীর হাতে জিম্মি থাকতে দেওয়া হবে না। বক্তারা সাংবাদিকদের মিলন মেলা অব্যাহত রাখতে ও সকল অপচেষ্টা রুখে দিতে সকল সাংবাদিক ও জেলাবাসির সজাগ থাকার আহবান জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক মুক্ত স্বাধীন সম্পাদক আবুল কালাম, সাপ্তাহিক ইচ্ছে নদীর সম্পাদক মকসুমুল হাকিম, দৈনিক আজকের সাতক্ষীরা ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদুজ্জামান সুমন, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল­্যা, আজকের সাতক্ষীরা নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আল কবির, ভোরের ডাকের মোহাম্মদ আলী সুজন, দৃষ্টিপাতের বার্তা সম্পাদক জিএম আদম শফিউল­াহ, আমার সংবাদের বীর মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীন, ভোরের পাতার এসএম মহিদার রহমান এশিয়ান টিভির মনিরুজ্জামান তুহিন, দ্যা বাংলাদেশ টুডের মতিয়ার রহমান মধু, দ্যা মর্নিং গ্লোরি’র আব্দুল হাকিম, দৈনিক বর্তমান কথার জিএম মোশারফ হোসেন, নবচেতনার হাসান গফুর, দ্যা ডেইলি সানের শেখ আমিনুর রশিদ সুজন, গ্রামের কাগজের এসএম রেজাউল ইসলাম, দেশ সংযোগ আমিরুল ইসলাম, দৈনিক চিত্রের শেখ কামরুল ইসলাম, তরুণ কণ্ঠের আবুল কালাম আজাদ, স্বদেশ প্রতিদিন মোতাহার নেওয়াজ (মিনাল), কালান্তর বোরহান উদ্দীন, মুক্ত খবর মনিরুজ্জামান, গণকণ্ঠ শাহ আলম, কালবেলা আলী মুক্তাদা হৃদয়, প্রাণের বাংলাদেশ মীর আবু বকর, আজকের বসুন্ধরা সাবিনা ইয়াসমিন পলি, দেশের কণ্ঠ শহিদুল ইসলাম, জয়যাত্রা আব্দুল মতিন, প্রতিদিনের কথা মাসুদ আলী, বর্তমান জাহিদ হাসান, স্বাধীন মতের সাইফুল আযম খান, প্রতিদিনের কণ্ঠ জাকির হোসেন মিঠু, জনবানী ফখরুল ইসলাম রিপন। এছাড়া আজকের সাতক্ষীরা সিনিয়র সহ সম্পাদক শেখ তৈহিদুর রহমান ডাবলু, অগ্রসর আশরাফুল ইসলাম মুকুল, ভয়েস অফ এশিয়ান আনিছুর রহমান, লাখোকণ্ঠ ফিরোজ হোসেন, খুলনা লের খান নাজমুল হুসাইন, রবিউল ইসলাম রবি, শেখ রেজাউল ইসলাম, মিহিরুজ্জামান সহ অনেকে।