পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা: বিস্ফোরক আইনে মামলা

ঢাকা: রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় নিউমার্কেট থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এই হামলার সঙ্গে মালিবাগ ও গুলিস্তানের ঘটনার মিল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

সাইন্সল্যাবের এই ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। শনিবার রাত সোয়া নয়টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা করে দৃবৃত্তরা। এই ঘটনায় আহত হয় পুলিশ কনস্টেবল আমিনুল ও পুলিশের এএসআই শাহাবুদ্দিন। এএসআই শাহাবুদ্দিন ঢাকা মেডিক্যালে চিকিৎসা নিচ্ছেন। আর চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন কনস্টেবল আমিনুল। এর আগেও পুলিশের উপর এমন হামলার ঘটনা ঘটে।  

গেল ২৯শে এপ্রিল ঢাকার গুলিস্তানে পুলিশ বক্সে একই ধরনের হামলা করা হয়েছিলো। সেই হামলার দায়ও স্বীকার করেছিলো আইএস।  

এদিকে, শনিবার রাত ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

এ ঘটনাকে পরিকল্পিত বলে ডিএমপি কমিশনার জানান, বিস্ফোরিত বোমার আলামত গ্রহণ করা হয়েছে এবং মামলা করা হবে।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত পুলিশ সদস্য শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী। জানান তিনি শঙ্কামুক্ত।

পরে সাংবাদিককের জানান, এই আক্রমণের লক্ষ্য কি ছিলো, সেটা এই মুহূর্তে আমরা নিশ্চিত নয়। এঘটনার সকল আলামত সংগ্রহ করে এবং বিশ্লেষণ করে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।