পিতা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

অাব্দুল মজিদ, নাটোর :বেগুন বিক্রির টাকা নিয়ে বিরোধে পিতাকে হত্যার দায়ে ছেলে মুনসুর আলীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এ সময় ২০হাজার ১টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। বহস্পতিবার বেলা ১১টায় নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দীক এই রায় ঘোষনা করেন। এ সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাসুদ হাসান জানান, ২০১৩সালের ১৩মার্চ লালপুর উপজেলার শাব ঠাকুরপাড়া এলাকার পিতা ঘুঘুর আলীর সাথে বেগুন বিক্রির টাকা নিয়ে ছেলে মুনসুর আলীর সাথে বিরোধ হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শাবল দিয়ে পিতা ঘুঘুর আলীক হত্যা করে ছেলে মুনসুর আলী। পরে ঘুঘুর আলীর বড় ভাই আনছার আলী বাদি হয়ে একমাত্র আসামী মুনসুর আলীর নামে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্য প্রমান শেষে বিচারক বৃহস্পতিবার সকালে ছেলে মুনসুর আলীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।