পিএসজিকে ঘরের মাঠে ডুবিয়ে শেষ আটে ম্যান ইউ

ডেস্ক রিপোর্ট : ফরাসি ক্লাব পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের মতো বড় আসরের শেষ আটে উঠে যাবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, এটা স্বাভাবিক ঘটনায় বটে। তবে সাম্প্রতিক সময়ে দুদলের শক্তিমত্তা ও পারফরমেন্স বিচারে এগিয়ে ফরাসি ক্লাবটিই। তার উপর নেইমার-কাভানিকে ছাড়া প্রথম লেগে ম্যান ইউ’র মাঠে ২-০ গোলের জয়। চ্যাম্পিয়নস লিগের অন্যতম দাবিদার হিসেবেই দেখছিলো দলটির সদস্যরা। তাদের সেই স্বপ্ন ভেঙে অসাধ্য সাধন করেছে ওলে গার্নার সোলকজারের শিষ্যরা।

বুধবার রাতে পিএসজির ঘরের মাঠে ৩-১ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই লেগ মিলিয়ে গোলের ব্যবধান ৩-৩ হলেও অ্যাওয়ে গোলের বিচারে শেষ আটের টিকিট পেল ম্যান ইউ।

ম্যাচের শুরুতেই রোমেলু লুকাকুর গোলে এগিয়ে যায় ম্যান ইউ। ম্যাচের দ্বিতীয় মিনিটে পিএসজির ডিফেন্ডার টিলো কেরার ভুল ব্যাক পাস থেকে বল পেয়ে ডি-বক্সে প্রবেশ করে বুফনকে কাটিয়ে কোনাকুনি শটে প্রতিপক্ষে জালে বল জড়ান এই বেলজিয়াম ফরোয়ার্ড। তবে তাদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। এমবাপের বাড়ানো বলে পা ছুয়ে দলকে সমতায় ফেরান হুয়ান বের্নাত। ৩০ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে দলকে আবারো এগিয়ে দেন লুকাকু। র্যাশফোর্ডের সোজাসুজি শট ধরতে গিয়ে বুফনের হাত ফসকালে ছুটে বল জালে ঠেলে দেন লুকাকু।

যদিও দুই লেগের ফলাফলে তখনো এগিয়ে পিএসজি। স্বাগতিকদের কপাল পোড়ে নির্ধারিত সময়ে শেষ মিনিটে। চতুর্থ মিনিটে সফল স্পট কিকে স্বাগতিকদের স্তব্ধ করে দেন ইংলিশ ফরোয়ার্ড র‌্যাশফোর্ড। দিয়েগো দালোতের শট ডি-বক্সে পিএসজির ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বের হাতে লেগে বাইরে চলে গেলে প্রথমে কর্নারে বাঁশি বাজিয়েছিলেন রেফারি। পরে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি।