পাবনায় ৫শ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পাবনার হিমায়েতপুরস্থ পাবনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এ সময় রাষ্ট্রপতি বলেন, ‘একটা মেডিকেল কলেজের ভিত্তিই হলো হাসপাতাল। শিক্ষার্থীদের ভালো চিকিৎসক হতে হলে একটি আধুনিক হাসপাতাল জরুরি।’

এরপর বিকেল ৩টায় সাঁথিয়ার উদ্দেশে রওনা দেন রাষ্ট্রপতি। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।