পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন 

পাকুন্দিয়া, (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু‘র জন্ম দিনের অঙ্গীকার ,সকল শিশুর সমান অধিকার’ এই শ্লোগান নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (১৭মার্চ) দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা  নির্বাহী কর্মকর্তা রুজলিন শহীদ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) তানিয়া আক্তার,  প্রানি সম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর-এ-আলম, উপজেলা সাবরেজিস্টার মহসিন উদ্দিন আহমেদ, পাকুন্দিয়া থানার ওসি মোঃ সারোয়ার জাহান, ওসি (তদন্ত) নাহিদ হাসান সুমন, আহুতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসবাহউদ্দিন,  পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম, সমবায় কর্মকর্তা মোছাঃ সাহেনা আক্তার পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কফিলউদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার আপেলসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধু‘র জীবন পুস্তক ওচিত্রকর্ম নিয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।