পাকুন্দিয়ায় নৌকা ডুবি, দুই শিশু নিখোঁজ

মাহফুজ রাজা, কিশোরগঞ্জঃ
পাকুন্দিয়া উপজেলার চরআলগীতে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরফরাদী ইউনিয়নের চরআলগী বালিরঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলো- চরআলগী গ্রামের কাঞ্চন মিয়ার মেয়ে সানজিদা (১১) ও একই গ্রামের ফালান মিয়ার মেয়ে শাবনুর (৮)।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টার দিকে চরআলগী গ্রামের পাঁচ শিশু একটি ছোট্ট নৌকায় করে ব্রহ্মপুত্র নদে ঘুরতে যায়। এক সময় ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায়। এসময় অন্য তিন শিশু সাঁতরে তীরে উঠতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হয় সানজিদা ও শাবনুর।
খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দুপুর দেড়টায় উদ্ধার অভিযান শুরু কবে। তবে বিকেল ৪টা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ শিশুদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস চেষ্টা চালাচ্ছে।